বেকার যুবক উদ্যোক্তা, অতি ক্ষুদ্র উদ্যোক্তা, ক্ষুদ্র উদ্যোক্তা, কুটির শিল্প উদ্যোক্তা ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের ঋণের পরিবর্তে বিনিয়োগ প্রদান করবে ইসলামী ব্যাংক লিমিটেড। সিএমএসএমই খাতে ‘পুনঃঅর্থায়ন স্কিম’ প্রকল্পের আওতায় ইসলামী ব্যাংক বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক তথা বাংলাদেশ ব্যাংকের সাথৈ এই চুক্তি করেছে। এই স্কিম পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে ২৫,০০০ কোটি টাকার তহবিল গঠন করেছে ইতিমধ্যে।
কারা পাবে এই বিনিয়োগ
এতে প্রধান্য পাবে গ্রাম ও শহরের বেকার যুবক, যারা আত্মকর্মসংস্থানের জন্য চেষ্টা করছে। এছাড়া পুনঃঅর্থায়ন প্রকল্পের শর্তানুযায়ী ক্ষুদ্র ব্যবসায়ী উদ্যোক্তা, এসএমই ক্লাস্টারের উদ্যোক্তা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত উদ্যোক্তা ও নারী উদ্যোক্তাদের বিশেষ প্রাধান্য দিয়ে ঋণ প্রদান করবে।
সার্ভিস চার্জ
বাংলাদেশ ব্যাংকের থেকে ইসলামী ব্যাংক এই স্কীমের অর্থ নিবে ২% মুনাফায়, আর গ্রাহকদের মাঝে বিনিয়োগ করবে ৭% মুনাফায়।
যেসব ব্যবসায়ীরা এ বিনিয়োগ পাবে
প্রাণিসম্পদ, মৎস্য, দুগ্ধ শিল্প, গরু মোটাতাজাকর, হাঁস-মুরগি ও হাঁস, কৃষিজাত পণ্য, লাইভ স্টক চাষ, আসবাবপত্র, বেকারি, লাইব্রেরি, রেস্তোরাঁ, লন্ড্রি, কৃষি সরঞ্জাম, বনায়ন, গার্মেন্টস, মুদি, স্টেশনারি, কনফেকশনারি,পরিবহন, মেডিসিন, মোবাইল সার্ভিসিং, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইত্যাদি বৈধ ব্যবসায়।
বিনিয়োগের পরিমাণ
ব্যক্তি ভেদে ও ব্যবসা ভেদে সর্বনিম্ন ৩ লক্ষ টাকা হতে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ সুবিধা।
Hi sir, my name is Mo Ramadan 3000 rupees loan I work in a company and work with the poor, now I need some money
sir pls help me