বর্তমানে যেসব জেলায় ই পাসপোর্ট চালু হয়ছে ! ই পাসপোর্ট কোন জেলায় চালু হয়েছে epassport bd

করোনাভাইরাস পরিস্থিতি পর পাসপোর্ট সেবা আবার স্বাভাবিক হয়ে গেছে এবং বাংলাদেশ সরকার বেশকিছু জেলায় ই পাসপোর্ট সেবা সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করে দিয়েছে । বর্তমানে অনেক মানুষই আছে যারা ই-পাসপোর্ট সেবার দিকে খুবই আগ্রহ প্রকাশ করছে । তাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানাবো এবং যে সকল জেলা ই-পাসপোর্ট সেবা ইতিমধ্যেই উন্মুক্ত করে দেওয়া হয়েছে ও পরবর্তীতে যে সকল জেলা সমাজসেবা উম্মুক্ত করে দেয়া হবে সম্পূর্ণ জানতে পারবেন ।

 

অনেকের প্রশ্ন ই পাসপোর্ট কোন কোন জেলায় চালু হয়েছে ? বর্তমানে যে সকল জেলা ও স্হানে ই-পাসপোর্ট সেবাটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে সেগুলো হল :

ঢাকা ক্যান্টনমেন্ট
গাজীপুর
আগারগাঁও
উত্তরা
 মুনসুরাবাদ
ময়মনসিংহ
বাংলাদেশ সচিবালয়
পররাষ্ট্র মন্ত্রণালয়
কুমিল্লা
চাঁদগাও
নরসিংদী
ফেনী
গোপালগঞ্জ
মানিকগঞ্জ
সুনামগঞ্জ
নোয়াখালী
সিলেট
হবিগঞ্জ
ময়মনসিং
গাইবান্ধা
মৌলভীবাজার
যাত্রাবাড়ী

 

এই বছরের সেপ্টেম্বর মাস থেকে অক্টোবর মাসের মধ্যে ধাপে ধাপে যে সকল জেলায় ই পাসপোর্ট সেবা উন্মুক্ত করে দেয়ার কথা রয়েছে সেগুলো হল
তৃতীয় সপ্তাহে : যশোর, ব্রাহ্মণবাড়িয়া, কুষ্টিয়া, খুলনা
চতুর্থ সপ্তাহে : রাজশাহী, বগুড়া, রংপুর,চাঁদগাও চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ
পঞ্চম সপ্তাহে : পটুয়াখালী, নওগাঁ, দিনাজপুর, বরিশাল, জয়পুরহাট

 

এছাড়াও ভবিষ্যতে চালুকৃত পাসপোর্ট অফিস সময়ে ই পাসপোর্ট সেবা উদ্বোধনের পর তাদের সক্ষমতার ৪০% নিবন্ধন এর কার্যক্রম চালু রাখবে ।

1 thought on “বর্তমানে যেসব জেলায় ই পাসপোর্ট চালু হয়ছে ! ই পাসপোর্ট কোন জেলায় চালু হয়েছে epassport bd”

Leave a Comment

error: Content is protected !!