কিভাবে ফোনের র‍্যাম বাড়াবেন হাতে কলমে দেখুন How to Increase Ram On AndroidPhone রেম বাড়ানোর সহজ উপায়

আপনার বা আমার হাতে থাকা অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি ২০২২ সালের আগের হয়ে থাকে সেক্ষেত্রে সেই ফোনে র‍্যাম বারানোর সুযোগ মোবাইল কোম্পানি আপডেটের মাধ্যমে প্রদান করেনা। ভার্চুয়াল র‍্যাম কম্পিউটারের ক্ষেত্রে অনেক আগের প্রযুক্তি, কিন্তু অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য এটি নতুন কিছু।

৮ হাজার থেকে ১৪ হাজার টাকার ফোনে ভার্চুয়াল র‍্যাম প্রযুক্তি কোম্পানি এখন প্রোভাইড করছে না, সেক্ষেত্রে অ্যাপস এর সাহায্য নিয়ে ভার্চুয়াল রম বাড়াতে পারবেন। ফোন রুট বা নন রুট হোক না কেন। তবে ভার্চুয়াল র‍্যাম প্রযুক্তির কিছু খারাপ দিকও রয়েছে, সেটি আমরা একটু পরে জেনে নিচ্ছি।

ভার্চুয়াল রম প্রযুক্তি সাধারণত ফোনের স্টোরেজকে র‍্যাম হিসেবে ইউজ করে থাকে। একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত ফোনের স্টোরেজ র‍্যাম হিসেবে ব‍্যবহার করা যায়, যার পরিমাণ হবে ফোনের মিনিমাম এক-তৃতীয়াংশ। প্রথমে গুগল প্লে স্টোর থেকে Swap – No Root অ্যাপস নামিয়ে ওপনে করতে হবে।

অ্যাপসটা ওপেন করলেই দেখতে পাবেন কত এমবি রাম বাড়াতে চান তার ভেলু দেওয়ার জন‍্য Swap Size _____ ফাকা ঘর আছে, সেখানে পরিমাণ লিখে Create Swap অপশনে ক্লিক করুন

 

নিচের মত নতুন ইন্টারফেস ওপেন হবে Yes অপশনে ক্লিক করুন


কিছুক্ষণ লোডিং নেবে, এক থেকে দুই মিনিট সময় লাগতে পারে। তার পরবর্তীতে ফোনের রেম অটোমেটিক ভাবে বেড়ে যাবে, এবার অ্যাপটিতে Ok অপশনে ক্লিক করুন


এখন যদি আপনি আপনার ফোনের স্টোরেজ কে চেক করেন তাহলে দেখবেন যে পরিমাণ রাম বেড়িয়েছেন সেই পরিমাণ এমবি ফোনে স্টোরেজ থেকে গায়ের হয়ে গিয়েছে।

এই বার যদি বাড়ানো রেম ডিলিট করতে চান, সে ক্ষেত্রে Apps এ ঘুকে Swap Size এ গিয়ে সেই পরিমাণ এমবির পরিমাণ লিখুন, যে পরিমাণ বাড়িয়েছেন। এখন Delete Swap অপশন এ ক্লিক করে ওকে করুন, কিছু সময় লোডিং নিবে, তারপর Yes অপশন এ ক্লিক করে পরবর্তীতে এরকম ইন্টারফেস ওপেন হলেও ok-তে ক্লিক করুন।

এভাবে চাইলে ফোনের স্টোরেজ রেম বা র‍্যাম হিসেবে বাড়িয়ে নিতে পারেন।

1 thought on “কিভাবে ফোনের র‍্যাম বাড়াবেন হাতে কলমে দেখুন How to Increase Ram On AndroidPhone রেম বাড়ানোর সহজ উপায়”

Comments are closed.

error: Content is protected !!