দুনিয়াতে মেয়ে পটানোর কোন দোয়া বা উপায় আছে কি আসলেই ! মেয়েদের মন কে ঘায়েল করার সবচেয়ে বড়ো অস্ত্র হল প্রশংসা করা, তবে তা করতে হবে ছন্দের মাধ্যমে । যেসব মেয়ে সুন্দর তারা আগে থেকেই জানে তারা সুন্দর, আপনার আগেও তাকে এই কথা অনেক ছেলেই বলেছে । আজ কালকের যুগে মানুষ মেয়েদেরকে ঘায়েল করার জন্য এই মহা অস্ত্রটি ব্যবহার করে আসতেছে । মেয়েরাও কেন জানি আজও প্রশংসা পেলেই ঘায়েল হয়ে যায় ।
ভালবাসার কবিতা ১
বলবো না তোমায়, এ বুকের সবটা জুড়ে তুমি আছ ?
বলবো না তোমায়, আজ আমি আসক্ত ?
বলবো না তোমায়, ডুবে থাকতে ইচ্ছে করে ?
বলবো না তোমায়, চাইলেই আমি পাব ?
বলবো না তোমায়, এ মন তোমায় ব্যাকুল ?
বলবো না তোমায়, আমার জন্য আকাশের চাদ টা তুমি ?
বলবো না তোমায়, আমার চৈতন্যে থাক তুমি ?
বলবো না তোমায়, আমার জন্য তুমি অগ্নির ঝংকার ?
বলবো না তোমায়, এ মনের প্রতিধ্বনি তুমি ?
বলবো না তোমায়, এ হৃদয়ের সাইক্লোন তুমি ?
বলবো না তোমায়,
ভালবাসার কবিতা ২
বলতে পারো,
কেন ভাল লাগে তোমায় ?
বলতে পারো,
কেন অনুরাগে চাই তোমায় ?
বলতে পারো,
কেন মনে পড়ে তোমায় ?
বলতে পারো,
কেন কাছে চাই তোমায় ?
বলতে পারো,
কেন আমি আসক্ত তোমায় ?
বলতে পারো,
কেন ঘোর হয়ে থাকি তোমায় ?
বলতে পারো,
কেন এরকম হয় আমার ….????
ভালবাসার কবিতা ৩
ভালবাসার কবিতা ৩
না কথা বলে, না আমার কাছে আসে
কিভাবে তাকে বুঝাবো, সে বুঝতে চায় না তার সাথে মনের এই সম্পর্ক ?
কত সপ্তাহ ধরে সে কথা বলে নি,
আমার জানা নেই, কেন সে আমার সাথে কথা বলে না ।
পৃথিবীর অনেক ভিরের মাঝে,
কেউ আমার দিকে দেখছে না ।
মানুষ বোঝেনা, তোর আর আমার মাঝের সম্পর্ক ।
তুই আমাকে ভালবেসে, কেন দূরে থাকিস ?
না ভোরে, না সকালে, না সন্ধ্যায় তুই আমার কাছে আসিস ?
কিভাবে তাকে বুঝাবো, সে বুঝতে চায় না তার সাথে মনের এই সম্পর্ক ।
(এখানে চাদ হল আপনার প্রিয় মানুষটি)
রোমান্টিক ছন্দ
দোষ টুকু আমার, তাই নিজেকে সামলাতে পারি না ।
দোষ টুকু আমার, তাই মনটা খে বুঝাতে পারি না ।
দোষ টুকু আমার, সময় অসময়ে কাউকে নক করা ।
দোষ টুকু আমার, কারণ আমি জানিনা,,,,,,
সব সম সবার মুড ঠিক থাকে না । এমনটা না করলেও পারতেন । আমার ছায়াতে আপনার কস্ট হয় ।
ইমোশনাল কথা
কিছু মানুষ কস্ট দিয়ে খুব মজা পায়,,, তার মধ্যে হয়তো তুমিও পড়ো ! জানিনা আমি, কেননা আগেই বলেছি হয়তো ?
কস্ট দিয়ে যদি খুব মজা পাও, তো কস্ট টুকু একবারে দিলেই হয়,,, একটু একটু করে না দিয়ে । এতে হয়তো আমার কস্টের অনুভূতি টুকু হয়তো কম হতো । আমার মত করে হয়তো তুমি ভাবো না, তাই হয়তো ভালবাসোনা বলেই সহজেই নিশ্বাস ফেলতে পারো । আমার এই অনিশ্চিত জীবনে তোমাকে জড়ানো আমার সবচেয়ে বড় ভুল ? একটি বার ভালবাসো বললে কি খুব বড় ক্ষতি হয়ে যায় তোমার ? তোমার মনের অনুভূতি আছে, কিন্তু আমার মনটা কি পাথর ? প্রশ্ন টুকু তোমার কাছেই দিলাম । পারলে কল দিও কাল, কেননা তোমাকে প্যারা দিতে চাই না বার বার কল দিয়ে, ডিস্ট্রাব করতে ।