ক্ষুদ্র পেশা হতে শুরু করে বড় বড় পেশাধারীরা ও এখন মোবাইলের মাধ্যমে ঋণ পাচ্ছে।এসে গেলো ইরিন, যখন খুশি তখন। দেশের যেকোন ব্যাংকে একাউন্ট থাকলেই ঢাকা ব্যাংক ঋণ দিবে। স্মার্ট বাংলাদেশ গঠনে ঢাকা ব্যাংকের প্রয়াস। ডিজিটাল অন্তর্ভুক্ত ঋণ যা দিয়ে প্রয়োজন মেটানো যাবে। যেতে হবে না ব্যাংকে ঋণ আবেদনের ১ কর্ম ঘন্টার মাঝে গ্রাহকদের ব্যাংক একাউন্টে পৌছে যাবে এ সুবিধা। বাংলাদেশের ভেতরে যেকোন স্হান হতে অনলাইনে থেকেই তাৎক্ষণিক সর্বনিম্ন ১ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নেওয়ার সুযোগ। প্রশ্ন আসে এটি কিভাবে সম্ভব। আপনি চাকুরীজীবী বা ব্যবসায়ী যে শ্রেণী পেশার মানুষ হোন না কেন।
ইঋন কি এবং এটি কত দিনের জন্য পাবেন
আপনার ইচ্ছামত কেনা কাটা, চিকিৎসা বা জরুরী প্রয়োজন মেটানোর জন্য ঢাকা ব্যাংক হতে দ্রুত ব্যক্তিগত ঋণ পাওয়া সম্ভব। ইঋন ঢাকা ব্যাংক লিমিটেডের ডিজিটাল সেবা, ঝামলো ছাড়াই অল্প কাগজপত্র দিয়ে স্বল্প সময়ের মধ্যে ঋণ পেতে সহয়তা করে। ৩ মাস থেকে ৬ মাসের জন্য লোন পেতে পারেন। ১টি ব্যাংক র্কায দিবসের ২ ঘন্টার মাঝে আপনার অ্যাকাউন্টে লোনের টাকা প্রদান করা হবে।
কে বা কারা eRin এর নিতে পারবে
বাংলাদেশী যেকোন নাগরিক যার বয়স ২১ বছরের বেশি, যে মাসিক ১০ হাজার টাকা বা এর বেশি আয় করেন, যার ব্যাংক অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট, জাতীয় পরিচয়পত্র ও ইউটিলিটি বিলের কপি আছে তিনি ঋণ পাচ্ছেন অ্যাপ ব্যবহার করে।
ইঋণ থেকে ঋণ নিতে কি প্রয়োজন
ইঋন প্রক্রিয়ায় গুগল একাউন্ট থাকা জুরুরি। এর সাথে ৫টি মৌলিক নথি আপলোড করতে হবে এনআইডি র্কাড, আপনার ফোন নাম্বার, সর্বশেষ বেতন স্লিপ/ আয়ের প্রমান,আপনার ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট যা আপনার আয় প্রদর্শন করে ও ঠিকানার প্রমাণক (ইউটিলিটি বিল যেমন ইলেকট্রিক/পানি/গ্যাস/টেলিফোন বিল)
যাচাইকরণ প্রক্রিয়ায় NID Card নির্বাচন কমিশনের ডেটাবেস থেকে যাচাই করা হবে। ইঋণে সেলফি আপলোড করবেন যার ছবি সরাসরি তোলা হচ্ছে নিশ্চিত করতে চোখের পলক ফেলতে হবে।
ঢাকা ব্যাংক আপনার নথি ব্যবহার করে নিজস্ব ব্যবস্থা থেকে আপনার ঋণ নির্ধারণ করবে। আপনার নথি যাচাই করে আপনি অনুমোদিত হলে পরবর্তী ১ বছরের জন্য নশ্চিতি থাকতে পারেন ঋণ নেওয়ার জন্য। ইঋণে জামানত/নিরাপত্তা প্রয়োজন নইে। যদি আপনি প্রয়োজনীয় নথি আপলোড না করেন, মিথ্যা তথ্য দেন, চাকরি না থাকে বা অর্থ পরিশোধের উপায় না থাকে বা আপনার প্রোফাইলে ইঋণ অ্যাপ ব্যবহারকারীর প্রয়োজনীয় গুণাবলী অন্তর্ভুক্ত না থাকে, অথবা আমরা আপনার তথ্য যাচাই করতে না পারলে, আপনার আবেদন প্রত্যাখ্যান করা যেতে পারে এবং তা আপনাকে জানানো হবে।
ইঋণ এর ফি কেমন
ঋণের মূল পরিমাণের ওপর প্রসেসিং ফি ০.৫০% এবং প্রসেসিং এর ওপর ১৫% ভ্যাট প্রযোজ্য। ১ম বার সিআইবি চার্জ ধার্য হবে। ইঋন থেকে ঋণে বেশি প্রসেসিং ফি নয় চিন্তা করবেন না। বার্ষিক ৯.০০% ইন্টারেস্ট, মাসিক কিস্তিতে টাকা পরিশোধ করতে হবে। নিদির্ষ্ট সময়ে কিস্তি না দিলে বার্ষিক ২% জরিমানা আদায় করা হবে । ইঋণ ১ কর্ম দিবসের মধ্যে মানে রবিবার হতে বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা এর মাঝে ২ ঘন্টায় প্রদানযোগ্য ।
সময়মত ঋণের কিস্তি পরিশোধ করা না হলে আপনাকে ফোন দেওয়া হবে, আপনাকে খেলাপি হিসাবে শ্রেণীবদ্ধ করা হবে। নির্ধারিত সময়ের আগে ঋণ পরিশোধ করতে পারেন এতে বকেয়ার ওপর সুদ নেওয়া হবে না।
RELATED WORD : মোবাইল দিয়ে লোন,ব্যাংক ঋণ কিভাবে পাওয়া যায়, instant bank loan bd, তাৎক্ষণিক ঋণ টাকা, e rin apps,kivabe loan nibo, eRin loan apply online, e rin in bd, how get bank loan without documents, online erin, kivabe house loan pabo, সুদ ছাড়া লোন,dhaka bank account, online loan app, bank loan bd, loan nite cai, কাগজপত্র ছাড়া লোন eRin,digital loan apps, mobile loan, bd
আমার ইমারজেন্সি লোন দরকার কিভাবে আমি পেতে পারি
Hello sir
লোন চাই 10000
30 Hajar Tk Loan Chai
আমার ইমারজেন্সি লোন দরকার কিভাবে আমি পেতে পারি ডিবিএল অ্যাকাউন্ট নাম্বার টা কি
নদীর গভীরতানির্ণয় পুনরুদ্ধার
10000 tk নিতে চাই যে আমাকে সাহায্য করেন
Mithudas
আমার লোন নিতে চায়
Kiki lagbe
লোন চাই
Need Emergency loan-20000/=