ভালোর সাথে মন্দ ? Oppo A73 in Depth Review in Bangla

অপ্পো সম সময় চেস্টা নতুন কিছু টেকনোলজি ও ডিজাইন মোবাইলে ইমপ্লিমেন্ট করার জন‍্য । Oppo A73 মোবাইলে লেদার ব‍্যাক ডিজাইন ইমপ্লিমেন্ট করেছে, হাতে নিয়ে অন‍্যরকম এক অসাধারণ ফিল পাওয়া যায় । 

 

স্মার্টফোন ডিসপ্লে 

6.44 inch বিগ ডিসপ্লের কোয়ালিটি যথেষ্ট ডিসেন্ট  মানের, এমনকি কোয়ালিটির দিক থেকেও । FHD+ রেজুলেশনের অ্যামোলেড প্যানেল, যেখানে 500 nits যার আউটডোর ভিজিবিলিটি যথেষ্ট ভালো লাগবে, তবে Panch Hole ইমপ্লিমেন্ট করলে ভালো দেখাতো ফোনটি, তবে এখানে গরিলা গ্লাস ৩ এর প্রটেকশন থাকছে কিন্তু বাজেট অনুসারে এই ডিসপ্লে প্রটেক্টর অমানান ।

Color OS 7.2 যথেষ্ট ম‍্যাচিউর, সাথে এন্ড্রয়েড টেন এর সাপোর্ট । 6/128GB র‍্যাম রোমের জন‍্য ওভার অল টাচ পারফরম্যান্স স্মুথ পাওয়া যায় দেয় । টাচ রেসপন্স খুব যে খারাপ এমন নয়, আন্ডার ডিসপ্লেতে ফিঙ্গার প্রিন্ট দিয়ে আনলক ফাস্টলি হয় । বর্তমান স্মার্টফোনগুলোতে Dedicated Slot পাওয়া যাচ্ছে, যেখানে দুইটা সিম এবং একটা মেমোরি কার্ড ইউজ করা যাবে । 

 

স্মার্টফোন প্রসেসর ও পারফরম্যান্স

প্রসেসরের দিক থেকে যত যন্ত্রণা দিবে ফোনটি, তাই বলে এক বছর SD 662 আগের প্রসেসর । অপ্পো ভিভোর টার্গেট একটি নির্দিষ্ট রেন্জের কাস্টমার ধরার, বর্তমান সময়ে গেমিং এর মজা নেওয়ার জন‍্য এই ফোন নয় । কিন্তু কোম্পানি 6/128GB র‍্যাম রোমের জন‍্য ওভার অল স্মুথ টাচ এক্সপিরিয়েন্স দেয় , মিনিমাম 700 সিরিজ চিপসেট ইউজ করা উচিৎ ছিল । 

 

স্মার্টফোন ক‍্যামেরা

বাংলাদেশে ফোনটির দাম হতে পারে প্রায় 20,000 টাকার কাছাকাছি কিন্তু এই বাজেটের স্মার্টফোনে ইউজ করা হয়েছে 16MP ক্যামেরা, কিন্তু ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা মিনিমাম ইউজ করা উচিত ছিল, ফ্রন্টেও থাকছে 16MP ক‍্যামেরা । ক‍্যামেরর এআই ফিচার বিনা মেকাপেই সুন্দর করে তুলবে, 8MP Ultrawide ক‍্যামেরা, আর বাকি 2MP এর ক‍্যামেরা কোম্পানি কেন যে দেয় সেটা মোটামুটি সবাই জানে, আমার মত কোন কাজের নয় এটি, মেইন ক‍্যামেরাতে EIS এনাবল থাকছে । ছবিতে ডিটেইলস ও সার্পনেসের দিকে যথেষ্ট ঘাটতি লক্ষ্য করা যায় ।

USB Type C পোর্ট, ডুয়েল ওয়াই ফাই ব‍্যান্ড, 4015 মিলিয়াম্পেরে বাটারি এবং 30w এর ফাস্ট চার্জার, যাদের ফোন চার্জ হতে বেশি সময় লাগে তাদের জন‍্য ভাল, কেননা ১ ঘন্টায় ফুল চার্জ হবে ।

 

অনেকে বলবে এই ফোনটি তাহলে কাদের জন‍্য ?

আপনি যদি মিডিয়া কনজিওম করতে চান ও ডিজাইনকে প্রধান‍্য দেন তবে ফোনটি আপনার জন‍্য, গেমিং ও ক‍্যামেরা কোনটির জন‍্য ফোনটি খুব বেশি ভাল নয়

error: Content is protected !!