বিদেশ থেকে আনা ফোন রেজিস্ট্রেশনে বৈধ করার নিয়ম বিটিআরসি UnofficialPhoneRegistration BTRC

 

বিদেশ থেকে আনা ফোন বা উপহার পাওয়া ফোন বৈধ করা যাবে বিটিআরসির বর্ণিত নিয়ম অনুযায়ী । তবে সেই ক্ষেত্রে ফোন বাংলাদেশী নেটওয়ার্ক যুক্ত সময় সিমের সাথে কানেক্ট করলে সর্বোচ্চ তিন মাস চালু থাকবে তবে, রেজিস্ট্রেশন না করলে সে ফোন বিটিআরসি নিয়ম অনুসারে অটোমেটিক ভাবে বন্ধ হয়ে যাবে ।

 

উপহারের পাওয়া ফোন বা বিদেশ হতে আনা ফোন বাংলাদেশী নেটওয়ার্ক যুক্ত সিমের সাথে দশ দিনের ভিতরে ঐ সিমে মেসেজ করবে বিটিআরসি এ মর্মে যে,
প্রিয় গ্রাহক আপনার ফোন অবৈধ বেশ কিছু ইনফরমেশন বিটিআরসির ওয়েবসাইটে অনলাইনে সাবমিট করার সাপেক্ষে ফোনটি বৈধ করে নিন ।

 

এরপর ফোনটি বৈধ করার জন্য  BTRC Address  এই ওয়েবসাইটে চলে যেতে হবে । তারপর সেখানে একটি একাউন্ট খুলে Special Registration এ ক্লিক করতে হবে । 

১) পরবর্তীতে সেখানে বিদেশ হতে আনা ফোন/উপহার পাওয়া ফোনের IMEI নাম্বার দিতে হবে । 
২) ফোন কেনার সময় শোরুম কিংবা দোকানির কাছ থেকে ফোন কেনার যে রশিদ পাওয়া যায় সেটির স্ক্যানকৃত ছবি সাবমিট করতে হবে ।
অথবা) ইমিগ্রেশন/ভিসা এর স্ক্যানকৃত ছবি সাবমিট করতে হবে ।  এখানে যিনি আপনাকে ফোনটি গিফট করবেন বা বিদেশ হতে ফোন কিনে আনবেন তার ভিসা কিংবা ইমিগ্রেশন এর স্ক্যানকৃত ছবির প্রয়োজন হবে ।
অথবা) ট্যাক্স রশিদ ২টি এর বেশি ফোন হলে । 

 

ওয়েবসাইট এর সকল তথ্য সাবমিট করার পরবর্তী সাত দিন কিংবা এক মাসের মধ্যে বিটিআরসি ফোনে এসএমএস করে জানাবে বিটিআরসি ফোনটি বন্ধ করে দিয়েছে কি দেয় নাই ।  যদি ডকুমেন্ট সাবমিট করার পর কোন কারণে ফোনটি বৈধ করে না দেয় সেক্ষেত্রে বিটিআরসির পরবর্তী নির্দেশনা মোতাবেক কাজ করতে হবে ।

error: Content is protected !!