ইসলামী ব্যাংক ফিক্সড ডিপোজিট ! ইসলামী ব্যাংকে টাকা রেখে প্রতি মাসে সুদমুক্তমুনাফা

এক লক্ষ টাকা বা এর গুণিতক টাকা ডিপোজিট করে এখন প্রত্যেক মাসে লাভ পাওয়া যাবে ইসলামী ব্যাংকের মান্থলি প্রফিট ডিপোজিট একাউন্ট এর আন্ডারে । চলুন জানি কিভাবে একাউন্ট করারে কত টাকা লাভ পাওয়া যাবে ।
 

মান্থলি প্রফিট ডিপােজিট অ্যাকাউন্ট বৈশিষ্ট্য ১) মুনাফার হার ৬% থেকে ৬.৫০%। ২) মেয়াদ ০৩ বছর ও ০৫ বছর। ৩) মুনাফা দেয়া হয় প্রতি মাসে। ৪) মুনাফার টাকার ওপর ভ‍্যাট ১৫ % টিন সাটিফিকেট না দিলে ও টিন সাটিফিকেট দিলে মুনাফার টাকার ওপর ভ‍্যাট ১০%।
 

মুদারাবা মান্থলি প্রফিট ডিপােজিট অ্যাকাউন্ট খােলার যােগ‍্যতা
১) বাংলাদেশি নাগরিক হতে হবে।
২) বয়স কমপক্ষে ১৮ বছর বয়সী হতে হবে।
৩) অপ্রাপ্তবয়স্কদের নামে পিতামাতা বা আইনগত অভিভাবক এহিসাব খুলে নিয়ন্ত্রণ করতে পারেন।
 

মুদারাবা মান্থলি প্রফিট ডিপােজিট মুনাফা অনুমানিক
মুনাফার হার লাখে প্রতি মাসে পাবেন ০৩ বছর এ ৬% ভিত্তিতে ৫০০ টাকা প্রায় ।
মুনাফার হার লাখে প্রতি মাসে পাবেন ০৫ বছর এ ৬.৫% ভিত্তিতে ৫৪১ টাকা প্রায় ।


মুদারাবা মান্থলি প্রফিট ডিপােজিট খোলার জন‍্য প্রয়ােজনীয় কাগজ
১) গ্রাহকের বয়স ১৮ বছর বা এর বেশি হলে জাতীয় পরিচয়পত্র/পাসপাের্ট এর ১টি ফটোকপি
২) ইউটিলিটি বিল; পানি, গ্যাস বিত্যাদির, কোনাে একটি চলতি মাসের বিলের কাগজের ১ টি ফটোকপি।
৩) গ্রাহকের ও নমিনীর ২ কপি পাসপোর্ট সাইজের ছবি ।
৪) নমিনীর জাতীয় পরিচয়পত্র/পাসপাের্ট এর ১টি ফটোকপি । এক বা একাধিক নমিনি মনােনীত করা যাবে। নমিনি পরিবর্তনযােগ্য।
৫) গ্রাহকদের টিন সার্টিফিকেট থাকলে দিতে পারেন, না থাকলে না দিলেও সমস্যা নেই ।

 
প্রয়ােজনীয় তথ্য
১) এই স্কিমের মুনাফা পেতে গ্রাহকের অবশ্যই সংশ্লিষ্ট শাখায় সঞ্চয়ী হিসাব বা চলতি হিসাব থাকতে হবে।
২) ০৩ বছরের পূর্বে হিসাব বন্ধ করা হলে সেক্ষেত্রে সঞ্চয়ী হিসাবের প্রদত্ত হারে মুনাফা প্রদান করা হবে।
৩) ০৫ বছরের পূর্বে হিসাব বন্ধ করা হলে সেক্ষেত্রে ০৩ বছরের স্কিম হারে এবং বাকি সময়ের জন্য সঞ্চয়ী হিসাবের প্রদত্ত হারে মুনাফা প্রদান করা হবে।
৪) ৫০ টাকা ফি জমা দিয়ে আমানতকারী ব্যাংকের এক শাখা হতে অন্য শাখায় হিসাব স্থানান্তর করা যাবে ।
৫) মেয়াদ পূর্তির পূর্বে শর্তসাপেক্ষে ৫০ টাকা সার্ভিস চার্জ দিয়ে গ্রাহক হিসাব বন্ধ করা যাবে ।

7 thoughts on “ইসলামী ব্যাংক ফিক্সড ডিপোজিট ! ইসলামী ব্যাংকে টাকা রেখে প্রতি মাসে সুদমুক্তমুনাফা”

  1. Bai উপরে লিখেছেন প্রতি মাসে লাখে মুনাফার হার ৬% তাহলে ৫০০ টাকা হল কিভাবে ? এখানে তো ৬ পার্সেন্টেজ ৬০০০ টাকা আসার কথা

    • ভাই মুনাফার হারের হিসাব করা হয় বছরে। ১ লক্ষ টাকার ১ বছরে মুনাফা ৬০০০টাকা। মানে মাসে ৫০০ টাকা(৬০০০÷১২=৫০০টাকা)

    • ইসলামী ব্যাংকে টাকা রেখে কোন লাভ নেই বরং সে টাকা দিয়ে অন্য কিছু ব্যবসা করে এর চেয়ে বেশি উন্নতি করা সম্ভব

  2. ১ লক্ষ টাকা ১ বছর পরে মুনাফা ৫০০ টাকা। তাহলে ফিক্সডিপজিট করবো না। ওই ১ লক্ষ টাকা দিয়ে ধান, মরিচ, পিয়াজ, আলু যেকোন একটা কিনে রাখবো মৌসমের সময়, ৬ মাস পরে বিক্রয় করলে এমনিতেই ৮-১০ হাজার টাকা বের হবে।

    • ১ লক্ষ টাকার ১বছরের মুনাফা ৬% অর্থাৎ বছরে ৬০০০।
      ১ মাসে পাওয়া যাবে ৫০০ টাকা।

Comments are closed.