মুদারাবা স্পেশাল সেভিং একাউন্ট Islami Bank Pensio DPS
কে বা কারা টাকা রাখতে পারবে ?
১) বাংলাদেশী নাগরিক (দেশী ও প্রবাসী)
২) ১৮ বছর বা প্রাপ্তবয়স্ক
৩) নাবালকের পক্ষে হিসাব খোলা যায় ।
মুদারাবা স্পেশাল সেভিং পেনশন একাউন্টের বিশেষ নিয়ম
১) সর্বনিম্ন মাসিক কিস্তি ১০০ টাকা (আরডিএস)
২) সর্বোচ্চ মাসিক কিস্তি ১০০ ও ১০০০ টাকা এর গুনিতক ৫০,০০০ টাকা পর্যন্ত।
৩) প্রতিমাসে ৬ থেকে ২৫ তারিখের মধ্যে কিস্তি জমা দিতে হবে। তবে কোনও মাসের ২৫ তারিখ যদি সরকারী ছুটির হয়, তাহলে পরবর্তী কার্যদিবসে জমা দেওয়া যেতে পারে।
৪) বিনিয়োগের সময়কাল ৩ বছর, ৫ বছর ও ১০ বছর ।
হিসাব স্হানান্তর পদ্ধতি
লিখিত আবেদন পত্রে কারণ দেখানো সাপেক্ষে ৫০/-টাকা ফি জমা দিয়ে আমানতকারী ব্যাংকের এক শাখা হতে অন্য শাখায় হিসাব স্থানান্তর করতে পারবেন।
সময় মতো কিস্তি না দিতে পারলে :
১) ১ম বছরে একটি কিস্তি খেলাপী হলে, একই বছর আবার কিস্তি খেলাপীর পূনরাবৃত্তি হলে একাউন্ট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে ।
২) ১ বছর পরে, এর পরবর্তী বছরে পর পর ৩ কিস্তি খেলাপী হলে একাউন্ট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে ।
মুুুনাফারপরিমাণ
মেয়াদ পূর্তির আগে একাউন্ট বন্ধের নিয়ম
১) মেয়াদ পূর্তির পূর্বে যে কোন সময় সংশ্লিষ্ট হিসাব শর্তসাপেক্ষে ৫০/-টাকা সার্ভিস চার্জ দিয়ে গ্রাহক হিসাব বন্ধ করতে পারবেন।
মেয়াদপূর্তির আগে ভাঙালে মুনাফা
১) ১ বছরের মধ্যে ভাঙ্গালে শুধু আসল টাকা পাবেন গ্রাহক।
২) ১ বছরের বেশী কিন্তু ৫ বছরের কম সময়ের মাঝে ভাঙ্গালে শুধু সঞ্চয়ী হিসাবের হারে মুনাফা পাবেন গ্রাহক।
৩) ৫ বছরের বেশী কিন্তু মেয়াদ পূর্ন হয়নি সেক্ষেত্রে ৫ বছর মেয়াদী হিসাবের হার ও অতিরিক্ত মেয়াদের জন্য সঞ্চয়ী হিসাবের হারে মুনাফা পাবেন গ্রাহক।
কিস্তি মিস হলে একাউন্ট পুনরায় চালু করার নিয়ম
১) কিস্তি সময়মত না দেওয়ার ফলে ১ম বছরের মধ্যে কারন দর্শানাে সাপেক্ষে ২ কিস্তি একসাথে গ্রহন করে একাউন্ট পূন: বৈধ বা সচল করা যেতে পারে।
২) কিস্তি সময়মত না দেওয়ার ফলে ১ বছর পর কারন দর্শানাে সাপেক্ষে ৪ কিস্তি একসাথে গ্রহন করে পূন: বৈধ বা সচল করা যেতে পারে।
৩) ৫ বছর মেয়াদী হিসাবের ক্ষেত্রে সর্বোচ্চ ৫ বার এবং ১০ বছর মেয়াদী হিসাবের ক্ষেত্রে সর্বোচ্চ ১০ বার পূন: বৈধ বা সচল করা যেতে পারে।
এই আমানত প্রকল্পের টাকা রাখার জন্য প্রয়ােজনীয় ডকুমেন্ট
১) এপ্লিকেশন ফরম পূরুণ
২) গ্রাহকের পাসপাের্ট সাইজের ২ কপি ছবি
৩) NID কার্ডের কপি
৪) ই-টিন Certificate এর কপি চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন । ই টিন দিলে মুনাফার ওপর ১০% ট্যাক্স কাটবে, আর ই টিন না দিলে মুনাফার ওপর ১৫% ট্যাক্স কাটবে ।
৪) নমিনির ১ কপি ছবি
৫) নমিনির NID কার্ডের কপি (নমিনি নাবালক হলে তার জন্মসনদের কপি/ পাসপাের্টের
কপি/ অনান্য) । নাবলকের নামে এ একাউন্ট খুলে বাবা/মা/প্রাপ্তবয়স্ক ব্যাক্তি নিয়ন্ত্রণ করতে পারবে ।
আমি ২০২১ সালে ইসলামী ব্যাংক লিমিটেড ভুরুজ্ঞামারী শাখায় মুদারাবা বিশেষ সঞ্চয় ( পেনশন ) হিসাব একাউন্ট করি। ১ম কিস্তির পর আর কিস্তি দেয়া হয়নি।
এখন কি আমার হিসাব স্ব্য়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে নাকি কোনো করণীয় আছে জানাবেন। ধন্যবাদ
bondho