টিন সার্টিফিকেট করেছেন, সঞ্চয় পত্র যেখান থেকে ক্রয় করেছেন সেখানে টিন জমা দিয়েছেন।
টিন সার্টিফিকেট করেছেন সঞ্চয় পত্র যেখান থেকে ক্রয় করেছেন সেখানে টিন সার্টিফিকেট জমা দেননি বা দেওয়ার দরকার হয়নি।
টিন সার্টিফিকেট করেননি সঞ্চয় পত্র ক্রয় করেছেন।
আলটিমেটলি কথা হল দুইটা টিন নিয়েছে বা টিন নেননি ও সঞ্চয়পত্র ক্রয় করেছে, এখন আয়কর রিটার্ন দিতে হবে কি না।
ব্যক্তির ক্ষেত্রে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে হলে টিআইএন (ট্যাক্স আইডেনটিফিকেশ নম্বর) সার্টিফিকেট জামা দেবার বাধ্যবাধকতা ছিল আগে। কিন্তু ২০২২ সালের নতুন নিয়মে ৫ লাখ টাকার সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে টিন লাগে না। এখানে সরকার কিছুটা সুযোগ দিয়েছে।
টিন নিয়েছেন কিন্তু পাঁচ লক্ষ টাকা পর্যন্ত এই যে আমাদের রিটার্ন স্লিপ দিতে হচ্ছে না, সেক্ষেত্রে আমাদের রিটার্ন দাখিল করতে হবে কিনা।
টিন সার্টিফিকেট নেননি, সঞ্চয়পত্র ভাঙ্গানোর সময় রিটার্ন জমার স্লিপ দিতে হবে কি হবে না। বা রিটার্ন জমা করতে হবে কি হবে না। এই প্রশ্ন অনেকেই করছেন।
তাদের বলছি সঞ্চয়পত্র ভাঙ্গানোর সময় রিটার্ন জমার সনদপত্র বা স্লিপ জমা দিতে হবে না। কিন্তু সঞ্চয়পত্র ভাঙ্গানোর টাকা যদি ব্যাংকিং চ্যানেলে আসে, আর যদি তা ১০ লাখ টাকার বেশি হয়, তাহলে অবশ্যই রিটার্ন জমার স্লিপ দিতেই হবে। ১০ লাখ টাকার কম হলে দিতে হবে না।
এটি একটা আইন, এই বছরে সরকার এটাকে নতুনভাবে পাস করেছে। আর প্রত্যেকটা আইন মানা বাংলাদেশের প্রত্যেক নাগরিকের জন্য দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে।
অনেকেই বলবেন অনেক ব্যাংকে হয়তোবা এই নিয়মটা মানতেছে না যে এই দশ লক্ষ টাকার উপরে গেলে রিটার্ন স্লিপ জমা দিতে হবে। যদিও এই নতুন আইনটা সবগুলো ব্যাংকে মানা হচ্ছে না, কড়াকড়িভাবে প্রযোজ্য হচ্ছে না। আইন এটা কড়াকড়ি হতে কিছুদিন সময় লাগবে। তবে ইতিমধ্যে প্রথম সাড়ির কিছু ব্যাংক এই আইনটা মানা শুরু করেছে।
টিন সার্টিফিকেট নিয়েছেন, রিটার্ন দাখিল করেননি অথবা ৫ লক্ষ টাকা পর্যন্ত যারা সঞ্চয় পত্র ক্রয় করেছেন তাদের জন্য কিন্তু রিটার্ন জমা স্লিপ বাধ্যতামূলক নয়। তাই তাদের রিটার্ন দিতে হবে না।
তবে আপনি যদি টিন সার্টিফিকেট নিয়ে থাকেন, সঞ্চয়পত্র কিনেন বা না কিনেন অথবা যেই কাজের জন্য টিন সার্টিফিকেট করেছিলেন সেটা হোক বা না হোক রিটার্ন জমা প্রদান করতে হবে, এর কোন বিকল্প নেই।
বাংলাদেশের প্রেক্ষাপটে একজন পুরুষ ব্যক্তির আয় যদি তিন লক্ষ টাকার বেশি অতিক্রম করে এবং মহিলার যদি আয় সাড়ে তিন লক্ষ টাকা বেশি অতিক্রম করে, আর টিন সার্টিফিকেট থাকলে তাদের রিটার্ন প্রদান করতে হবে এখানে যুক্তি দিয়ে মুক্তি পাওয়ার কোন ধরনের উপায় নেই।
RELATED KEYWORD : sanchayapatra income tax return, সঞ্চয়পত্র আয়কর রিটার্ন, সোনালী ব্যাংক সঞ্চয়পত্র,সঞ্চয়পত্র কিনলে আয়কর রিটার্ন দিতে হবে কি,সঞ্চয়পত্র ক্রয়, sanchayapatra tax, টিন সাটিফিকেট, সঞ্চয়পত্রের নতুন নিয়ম, সঞ্চয়পত্র ক্রয়ের নতুন নিয়ম,সঞ্চয়পত্র আয়কর রিটার্ন ফরম, sanchayapatra,