Sanchypatra Bank Account Change সঞ্চয়পত্র ব্যাংক একাউন্ট পরিবর্তন
১ জুলাই ২০২১ সালের পরবর্তী সময় থেকে সঞ্চয়পত্রের সকল কার্যক্রমে অটোমেশন বা অনলাইন প্রক্রিয়ায় চলে গিয়েছে। অনেক গ্রাহকই সঞ্চয়পত্রের দেওয়া ব্যাংক একাউন্ট পরিবর্তন করতে চান, সে ক্ষেত্রে তার করণীয় কী হবে এবং ব্যাংক একাউন্টে কিভাবে পরিবর্তন করতে পারবেন, তার সবকিছুই জানিয়ে দিব।
অটমেশন প্রক্রিয়াতে সঞ্চয়পত্র চলে যাওয়ার পর থেকে ব্যাংকের মাধ্যমে সকল লেনদেন কার্যক্রম পরিচালনা হয়ে থাকে, সঞ্চয়পত্র ক্রয় করতে এখন ব্যাংক অ্যাকাউন্ট বাধ্যতামূলক সবার।
- সঞ্চয়পত্র ক্রয়ের সময় অবশ্যই ফরমে গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হয়, ব্যাংক একাউন্ট নাম্বার কিভাবে পরিবর্তন সম্ভব ? আর পরিবর্তন করতে কি কি ধরনের প্রয়োজনীয় কাগজপত্র লাগে ?
পুরাতন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার পাল্টে নতুন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সংযুক্ত করার জন্য সঞ্চয় পত্র ইস্যু কারী প্রতিষ্ঠান বরাবর একটি আবেদন পত্র লিখতে হয়। অর্থাৎ আপনি যেই ব্যাংক থেকে সঞ্চয়পত্র কিনেছেন সেই ব্যাংকের শাখা ব্যবস্হাপক বরাবরই আবেদনপত্র লিখতে হবে।
সেই আবেদনপত্রে একাউন্ট নাম্বার কি কারণে পরিবর্তন করতে চাচ্ছেন সেই বিষয়টি উল্লেখ করে, পুরাতন ব্যাংক একাউন্টের তথ্য এবং নতুন ব্যাঙ্ক একাউন্টের তথ্য টি দিতে হবে। ব্যাংক অ্যাকাউন্টের তথ্য বলতে পুরাতন ব্যাংক একাউন্টের নাম্বার, ব্যাংকের শাখা, ব্যাংক একাউন্ট কার নামে ছিল সেটি এবং নতুন ব্যাংক একাউন্টের নাম্বার, ব্যাংকের শাখা, নতুন ব্যাংক একাউন্ট কার নামে রয়েছে সেটি।
নতুন যে ব্যাংক একাউন্ট খুলেছেন সেই ব্যাংক একাউন্টের চেক এর ফটোকপি, চেক এর ফটোকপি অবশ্যই এমআইসিআর হতে হবে ও তা সত্যায়িত হতে হবে। চেক যদি এমআইসিআর না হয় তাহলে নতুন ব্যাংক একাউন্টটি সংযুক্ত করা সম্ভব হবে না সঞ্চয়পত্রে।
নতুন এবং পুরাতন ওই ব্যাংকের আপনার বিরুদ্ধে আইনগত কোনো অভিযোগ নেই, এ বিষয়ে একটি সনদপত্র উভয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক থেকে নিতে হবে।
এই তিনটি পেপারস আপনি যেই ব্যাংকের সঞ্চয় পত্র গেয়েছেন সেই ব্যাংকে জমা দেবেন। এই পেপারস গুলো সমাধান করার পর ইস্যুকারী ব্যাংক বা প্রতিষ্ঠান পেপারস গুলো নীরিক্ষা করার পর, জাতীয় সঞ্চয় অধিদপ্তরের যথাযথ কৃতপক্ষের কাছে পাঠিয়ে দিবে।
জাতীয় সঞ্চয় অধিদপ্তর গ্রাহকের সকল পেপারস গুলো ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করার পর, গ্রাহকের পুরাতন ব্যাংক অ্যাকাউন্ট পাল্টিয়ে নতুন ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত করে দিবে। এক্ষেত্রে 30 কর্ম দিবস এর মত সময় লাগতে পারে।
RELATED KEYWORD
সঞ্চয়পত্র, সঞ্চয়পত্রের ব্যাংক একাউন্ট পরিবর্তন, How to Change Bank Account of Savings Certificate, how to open sanchaypatra, sanchaypatra bank account poriborton niyom, How to Change Bank Account of Sanchypatra, sanchypatra interest rate, Sanchypatra, সঞ্চয়পত্র কিনতে কাগজপত্র, Savings Certificate, change bank account, sanchypatra tax, সঞ্চয়পত্রের ব্যাংক একাউন্ট কিভাবে চেঞ্জ করবো, change bank account, bank account poriborton niyom, sanchayapatra,jatiyo sanchayapatra online application,জাতীয় সঞ্চয়পত্র অনলাইন, How to Change Bank Account