এমপিও ভূক্ত বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের স্থায়ী শিক্ষক/কর্মকর্তা/কর্মচারী, প্রতিষ্ঠিত এনজিও এর কর্মকর্তা কর্মচারী, যেসব প্রবাসীর ওয়েজ আর্নাস ডেভেলপমেন্ট বন্ড আছে তারা, সরকারী, আধা সরকারী, সকল রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক ও বীমা কোম্পানী, সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রতিষ্ঠিত ট্রেনিং ইনস্টিটিউট/ গবেষনা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, আন্তর্জাতিক প্রতিষ্ঠান/ বহুজাতিক কোম্পানীতে চাকুরীরত এ দেশের জাতীয় পরিচয়পত্রধারী নিবাসী কর্মকর্তাগণ এবং বেসরকারী ব্যাংক বীমা কোম্পানীর কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ডিপোজিট স্কীম/স্থায়ী আমানত রশিদ/ আইসিবি ইউনিট সার্টিফিকেটধারীগণ। সর্বনিম্ন ১ লাখ থেকে ২০ লাখ পর্যন্ত লোন প্রদান।বর্তমানে সুদের হার SMART+3.75 %। কিস্তির পরিমাণ সার্কুলার মোতাবেক আদায়যোগ্য। কোন ধরনের গ্রেস পিরিয়ড নেই।
বর্তমানে SMART + 3.75% রেইটে অ্যাপের ইএমআই ক্যালেকুলেটরে হিসাব করুন অথবা নিম্নোক্ত ছক দেখুন, কত টাকা ঋণ নিলে মাসিক কিস্তি কত দিতে হবে।
একজন কাস্টমার পার্সোনাল ঋণ গ্রহনের জন্য আসলে যে সমস্ত কাগজপত্র বা ঋণ সংশ্লিষ্ট ডকুমেন্ট প্রয়োজন তা হলো
১) NID Photocopy
২) পাসপোর্ট/জন্ম সনদ/ চেয়ারম্যান সনদ/ কমিশনার সনদের ফটোকপি (যার মাধ্যমে স্থায়ী ঠিকানা জানা যাবে।)
(৩) Salary Certificate
৪) পাসপোর্ট সাইজ ছবি
৫) যিনি জামিনদাতা হবেন তারও ক্রমিক ১ থেকে ৪ পর্যন্ত সমস্ত ডকুমেন্ট লাগবে।
৬) ঋণ গ্রহীতা ও জামিনদাতা উভয়ের Valid মোবাইল নম্বর থাকতে হবে।
৭) গ্রাহকের নিকট থেকে ঋণের মেয়াদ অনুযায়ী
১২/২৪/৩৬/৪৮/৬০ টি অগ্রিম চেক নিতে হবে। তাছাড়া সম্পূর্ণ ঋণসীমার জন্য অগ্রিম তারিখ যুক্ত চেক নিতে হবে।
৮) ঋণগ্রহীতা ও জামিনদাতা উভয়ের প্রভিডেন্ট ফান্ড ব্যালেন্স সার্টিফিকেটেন। ঋণের মেয়াদ সর্বোচ্চ ০৫ (পাঁচ) বছর বা চাকুরীর মেয়াদকাল (পিআরএলসহ) পর্যন্ত।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা অধিদপ্তরের অধীন এমপিও ভূক্ত সকল বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত স্থায়ী শিক্ষক/ কর্মকর্তা/ কর্মচারীগণ নিম্নোক্ত শর্তে পার্সোনাল লোন সুবিধা পাওয়ার যোগ্য বিবেচিত হবেন
১) আবেদনকারী যে এমপিও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সে শিক্ষা প্রতিষ্ঠানের অন্য একজন স্থায়ী শিক্ষক/কর্মকর্তা/কর্মচারী এ ঋণের জামিনদাতা হতে পারবেন।
২) একজন স্থায়ী শিক্ষক/ কর্মকর্তা/ কর্মচারী একাধিক ঋণের জামিনদাতা হতে পারবেন না ও জামিনদাতার ভবিষ্য তহবিলের দায়হীন স্থিতি কমপক্ষে ঋণের সমপরিমাণ হতে হবে।
৩) এমপিও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/কর্মকর্তা/ কর্মচারী যাদের বেতন ভাতার ১০০% সোনালী ব্যাংকে পরিচালিত তাদের স্ব-স্ব হিসাবে জমা হয়, শুধুমাত্র তাদের ক্ষেত্রে জামিনদাতার ভবিষ্য তহবিল না থাকলেও ২০.০০ লক্ষ টাকা পর্যন্ত পার্সোনাল ঋণ প্রদান করা যাবে। তবে ঋণ গ্রহণকালীন
ঋণ গ্রহীতার অনুরূপ জামিনদাতারও চাকুরীর মেয়াদকাল কমপক্ষে এলপিআর সহ ০৫ (পাঁচ) বছর থাকতে হবে।
৪) ঋণের মাসিক কিস্তি ঋণ গ্রহীতার মাসিক নীট বেতনের বেশি না হয় এমনভাবে নির্ধারণ করতে হবে।
৫) সোনালী ব্যাংক লিমিটেড এর অবসর প্রাপ্ত কর্মকর্তা/ কর্মচারীদের অনুকূলে তাঁদের অবসর ভাতা গ্রহণকারী শাখা হতে মাসিক ভাতার সর্বোচ্চ ৮০% কিস্তি বিবেচনায় ঋণসীমা নির্ধারণ করে ঋণ বিতরণ করা যাবে।