Skip to content

ITBID24

  • Banking
  • Bank Account
  • Mobile Banking
  • Card
  • FDR
  • DPS
  • NID
  • Passport
  • Birth Certificite
  • Bank loan
  • NGO Loan
  • Probashi
  • Online Income
  • SicTech
  • সঞ্চয়পত্র
  • Uncategorized

ডাবল বেনিফিট স্কিম ৫ লাখ টাকাকে ১০ লাখ টাকা করে দিচ্ছে ব্যাংক । ব্যাংকে টাকা রাখলে দ্বিগুণ হবে

by

বর্তমানে বাংলাদেশে আপনারা যদি ডাবল স্কিম চালু করেন তাহলে পাঁচ থেকে ছয় বছরের মধ্যেই আপনার জমাকৃত টাকা দ্বিগুণ দিবে ব্যাঙ্ক এর পক্ষ থেকে। অর্থাৎ আপনি পঞ্চাশ হাজার, দশ হাজার, এক লক্ষ যে কোনো পরিমান টাকায় ব্যাংকে জমা রাখুন। পাঁচ থেকে ছয় বছরের মধ্যেই আপনার এই টাকা ডাবল হিসেবে আপনাকে ফেরত প্রদান করছে। যে সকল ব্যাঙ্কে আপনি পাঁচ থেকে ছয় বছরের মধ্যেই ডবল টাকা ফেরত পাচ্ছেন এই ব্যাঙ্কগুলো বিস্তারিত আলোচনা করবো।


আমরা পাঁচটি ব্যাংক নিয়ে আলোচনা করবো যে পাঁচ ব্যাংকে বর্তমানে আপনি পাঁচ বছর এবং ছয় বছরের মধ্যেই যেকোনো পরিমাণ টাকা জমা রাখলে ডাবল টাকা ফেরত প্রদান করা হবে। তবে এখান থেকে কিছু ট্যাক্স এবং কিছু শর্তগুলি রয়েছে। আমরা একে একে তা বিস্তারিত জেনে নেবো।


প্রথমেই আসি ছয় বছরের মেয়াদী কোন ব্যাংকে আপনারা এফডিআর করলে ডবল টাকা ফেরত পাচ্ছেন। আপনারা সোশ্যাল ইসলামি ব্যাংকে যদি বর্তমানে ডবল স্কিম চালু করেন। সর্বমোট ছয় বছর মেয়াদ আপনাকে রাখতে হবে। মিনিমাম আপনাকে পাঁচ লক্ষ টাকা জমা রাখতে হবে। পাঁচ লক্ষ টাকা এফডিআর করলে ছয় বছর সম্পূর্ণ মেয়াদ কাল শেষে আপনাকে প্রদান করা হবে দশ লক্ষ টাকা। অর্থাৎ আরো পাঁচ লক্ষ টাকা। আপনাকে লাভ প্রদান করবে ১২.২৫% হারে। সোশ্যাল ইসলামী ব্যাঙ্কের পক্ষ থেকে তাদের শর্তগুলো হচ্ছে মিনিমাম পাঁচ লক্ষ টাকা রাখতে হবে এবং আঠেরো বছরের ঊর্ধ্ববয়সী যেকোনো বাংলাদেশী নাগরিক হতে হবে। তবে সোশ্যাল ইসলামিক এ আরো একটি বাড়তি সুবিধা রয়েছে। আপনি ৮০% পর্যন্ত লোন সুবিধা নিতে পারেন।


এছাড়াও ইউনিয়ন ব্যাঙ্কে আপনারা যদি ডবল স্কীম চালু করতে চান তাহলে ইউনিয়ন ব্যাঙ্ক এও ছয় বছরে আপনারা ডবল টাকা ফেরত পাচ্ছেন। ছয় বছর সম্পূর্ণ শেষে আপনাকে দ্বিগুণ টাকা প্রদান করা হবে। তবে ইউনিয়ন ব্যাংকে আরেকটি ভাল সুবিধা হচ্ছে, আপনি নিম্ন দশ হাজার টাকা থেকে শুরু করতে পারেন দশ হাজার টাকারও ডবল স্কিম চালু করতে পারবেন সর্বোচ্চ আপনার যত টাকা ইচ্ছা রাখতে পারবেন ট্যাক্স কত টাকা করে কেটে নেবে। আপনাকে লাভ প্রদান করবে ১২.২৫% হারে। ডিপোজিটি স্কিমটি চালু করার জন্য শর্তের মধ্যে রয়েছে সর্বনিম্ন দশ হাজার টাকা এবং সর্বোচ্চ যত টাকা ইচ্ছা রাখতে পারবেন এবং আঠারো বছরের ঊর্ধ্ববয়সী নারী পুরুষ যে কেউ চাইলে এই ডিপোজিট স্কিমটি চালু করতে পারবেন।


আপনি যদি আল্লারফা ইসলামী ব্যাঙ্ক এ এই ডবল স্কীম টা চালু করতে চান তাহলে বর্তমানে পাঁচ বছর ছয় মাস মেয়াদি যদি রাখেন তাহলে দ্বিগুণ টাকা আপনাকে প্রদান করছে আলারফামি ব্যাঙ্ক। সর্বমোট আপনাকে পাঁচ বছর ছয় মাস রাখতে হবে। পাঁচ বছর ছয় মাস যেকোনো পরিমাণ টাকা জমা রাখলেই পক্ষ থেকে ডবল টাকা ফেরত পাবেন।


এছাড়াও আপনি যদি গ্লোবাল ইসলাম ব্যাংকে ডবল স্কিম চালু করেন, তাও সাত মেয়াদী, সাত বছর মেয়াদ কালের জন্য। সর্বনিম্ন ৫০ হাজার পরিমাণ টাকা আপনি যেকোন পরিমাণ জমা রাখলে মেয়াদ কাল শেষে ব্যাঙ্ক আপনাকে দ্বিগুণ টাকা প্রদান করছে।আপনাকে লাভ প্রদান করবে ৯.৯৪% হারে।


এছাড়াও পাঁচ বছর ছয় মাসে আপনি এই ডবল স্কীম পাচ্ছেন ন‍্যাশনাল ব্যাঙ্কে। আপনাকে লাভ প্রদান করবে ১৩.৪০% হারে। ডাবল বেনিফিট স্কীমে ১ লাখ টাকা মিনিয়াম বিনিয়োগ করতে পারবেন। এক লক্ষ টাকা জমা রাখেন। ব্যাঙ্ক আপনাকে দুই লক্ষ টাকা প্রদান করবে।


এবার আসি আসলেই আপনারা ডাবল পাবেন কিনা। হ্যাঁ, আপনি যদি এক লক্ষ টাকা জমা রাখেন। ব্যাঙ্ক আপনাকে দুই লক্ষ টাকা প্রদান করবে। তবে আর যে এক লক্ষ টাকা আপনাকে লাভ প্রদান করবে, এই লাভের টাকা থেকে কিছু ট্যাক্স অবশ্যই কর্তন করা হবে। কারণ এই ট্যাক্সগুলো আপনার গভর্নমেন্ট হিসেবে কেটে নেওয়া হয়। অর্থাৎ সরকারী ভাবে কেটে নেওয়া হয়। আপনাকে যে এক লক্ষ টাকা লাভ দেবে। এখান থেকে আপনার যদি টিন সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে এখান থেকে পনেরো পার্সেন্ট সরকারী ট্যাক্স কেটে পঁচাশি হাজার টাকা আপনি লাভ পাবেন। অর্থাৎ আপনাকে এক লক্ষ টাকা প্রদান করা হবে না। পঁচাশি হাজার টাকা আপনি লাভ পাবেন। আর যদি আপনি তিন সার্টিফিকেটে জমা দেন দশ পার্সেন্ট কেটে নব্বই হাজার টাকা আপনাকে লাভ প্রদান করা হবে।

Categories Banking, FDR Tags ১ লাখ টাকায় কত লাভ, bank account open, double benefit deposit scheme, double benefit scheme fdr, fdr, fixed deposit interest rates, islami bank, sonali bank, ইসলামী ব্যাংক ফিক্সড ডিপোজিট, এফডিআর, ডাবল বেনিফিট স্কীম, ডিপিএস
এফডিআরে প্রতি মাসে লাভ ৯১৬ টাকা মুনাফার হার বাড়লো । মাসিক ইনকাম স্কিম আইএফআইসি ব্যাংক সবচেয়ে বেশি লাভ
ব্যাংকে টাকা রাখলে হবে দ্বিগুন ডাবল বেনিফিট স্কিম । টাকা ডাবল করার সহজ উপায় আইএফআইসি ব্যাংক এফডিআর
© 2025 ITBID24 • Built with GeneratePress