আপনি বাংলাদেশের যে কোন ব্যাংকে টাকা রাখলে তা একটি নির্দিষ্ট লিমিট ক্রস করলে আপনার একাউন্টে কিন্তু ফ্রিজ হয়ে যাবে, ২০২২ – ২০২৩ অর্থবছরে এমন একটা নতুন নিয়ম নিয়ে আসা হয়েছে। তবে কেন এই রুলস, ব্যাংক একাউন্ট কিভাবে একটিভ করবেন তা জানাবো প্রমাণসহ।
বিভিন্ন ধরণের একাউন্ট ব্যাংকে খোলা যায় যেমন সেভিংস একাউন্ট, কারেন্ট একাউন্ট, এসএনডি একাউন্ট, ডিপিএস একাউন্ট, ফিক্সিড ডিপোজিট একাউন্ট ইত্যাদি। বাংলাদেশের সরকারি বেসরকারি প্রতিটি ব্যাংকের সেভিংস একাউন্টে সরকারি নির্দিষ্ট লিমিট ১০ লাখ টাকা ক্রস করলেই একাউন্ট সাময়িক সময়ের জন্য ফ্রিজ বা বন্ধ হবে।
সেক্ষেত্রে ঐ সেভিংস একাউন্টের টাকা উত্তোলন করতে পারবেন না, যতক্ষণ না পর্যন্ত আয়কর রিটার্ন প্রদান করেছেন এর স্লিপ বা রশিদ এর ফটোকপি ব্যাংকে প্রদান না করেনা। এই যে 1984 এর 184A 3 ধারার মধ্যে এই বিষয় বলা হয়েছে তার প্রমাণ।
অনেকেই বুঝেন না আয়কর রিটার্ন মূলত কি ?
আয়কর রিটার্ন প্রদান করতে গেলে অবশ্যই প্রথমে টিন সার্টিফিকেট তৈরি করে নিতে হবে। একবার টিন সার্টিফিকেট করলে প্রত্যেকটি অর্থ বছরের কোন ব্যক্তির যে পরিমাণ আয় রোজগার রয়েছে, তা কোন খাতে ব্যয় করেছে তা এনবিআরের নির্দিষ্ট ফরমে নির্দিষ্ট কর সার্কেল অফিসে জমা দেওয়ার মাধ্যমে আয়কর রিটার্ন পাওয়া যায়। আর কোনো ব্যক্তির বাৎসরিক আয় যদি করমুক্ত সীমা অতিক্রম করে, তাহলে অবশ্যই তাকে টিন সার্টিফিকেট এর বিপরীত কর প্রদান করে আয়কর রির্টান জমা করে রিটার্ন স্লিপ বাড়িটার রশিদ নিতে হবে।
তবে শুধুমাত্র এই নিয়মটি বাংলাদেশ সরকারী এবং বেসরকারী সকল ব্যাংকের সেভিংস একাউন্ট এর ক্ষেত্রে প্রযোজ্য, অন্যান্য একাউন্ট এর ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য নয়।
আয়কর রিটার্ন প্রদান করেছেন এই রশিদ বা স্লিপ এর ফটোকপি ব্যাংকে জমা প্রদান করলে ঐ কাউন্টের টাকা তখন হতে উত্তোলন করতে পারবেন ও ১০ লক্ষের বেশি টাকা ঐ সেভিংস একাউন্টে জমা করতে পারবেন। এক্ষেত্রে কোন ধরনের সমস্যার সম্মুখীন হতে আপনাকে হবে না।
প্রাথমিক নিয়ম হল যে বছরে কোনো ব্যক্তি টিন সার্টিফিকেট করবে অবশ্যই তার পরবর্তী বছরের রিটার্ন প্রদান করতে হয়। নির্দিষ্ট কর সার্কেল এ আয়কর রিটার্ন প্রদান করে রিটার্ন স্লিপ বা রশিদ নিতে হয়। তবে কোনো কোনো ক্ষেত্রে বিশেষ নিয়মে যে বছর টিন খুলেছেন, সেই বছর আয়কর রিটার্ন প্রদান করেও রিটার্ন স্লিপ বা রশিদ নিতে পারবেন।
Related Keyword : কোন ব্যাংকে লাভ, bank account open bd, কিভাবে ব্যাংক একাউন্ট খুলবো, income tax new rules, আয়কর রিটার্ন দাখিল নিয়ম, city bank account, কখন আয়কর দিতে হবে, kivabe bank account kulbo, islami bank,টিন সাটিফিকেট না থাকলেও আয়কর রিটার্ন দিতে হবে, brack bank, shanchaypatra kivabe kinbo, sonali bank, islami bank dps, টিন সাটিফিকেট, bank news bd