সুদমুক্ত ব্যবসা করি, দেশ উন্নয়নে অবদান রাখি। সুদি ব্যাংক থেকে কোনও গ্রাহক ১০ লাখ টাকার লোন নিলে তা দিয়ে তিনি তার ব্যবসায়ী কাজেও যেমন ব্যবহার করতে পারেন। ঠিক তেমনি ইচ্ছা করলে তিনি ঐ ১০ লাখ টাকা দিয়ে বিদেশ ভ্রমণেও যেতে পারেন। এমনকি অবৈধ কোন কাজেও ব্যবহার করতে পারেন ঐ টাকা। তবে এখানে ব্যাংক কিছু করতে পারে না বা বলতে পারে না, তবে গ্রাহক সময় মত ঋণের কিস্তি পরিশোধ না করলে সুদসহ জরিমানার টাকা বাড়তে থাকে।
তবে সুদী ব্যাংকের তুলনায় গ্রাহক যদি ইসলামী ব্যাংক থেকে ১০ লাখ টাকা বিনিয়োগ নিয়ে থাকেন, গ্রাহক তার হাতে ১০ লাখ টাকা পাবেন না। কেননা গ্রাহক যেকারণে ১০ লাখ টাকা বিনিয়োগ নিবে, ব্যাংক সেটি গ্রাহকে ক্রয় করে দিবে। ইসলামী ব্যাংক হতে বিনিয়োগ নেওয়া অনেক ব্যক্তির সাথে কথা বলে জানা গেছে, স্থানীয় দোকানদার, বা পাইকারি ব্যবসায়ী বা উৎপাদক বা আমদানিকারকদের নিকট হতে ব্যাংক পণ্য কিনে তারপর খুচরা বিক্রি করে। এই বেচা কেনা করতে কোন দোকানিকে গ্রাহকের কাছ হতে সুদে টাকা নিতে হয় না, ঠিক তেমনিভাবে ইসলামি ব্যাংক তাদের গ্রাহকের কাছ হতে সুদ নেয় না। ইসলামী শরিয়াহ নিয়ম এবং বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুসরণ করে এই বেচাকেনা হয়ে থাকে।
ইসলামী ব্যাংক পল্লী গৃহ নির্মাণ বিনিয়ােগ প্রকল্প
পল্লী অঞ্চলে বসতবাড়ি নির্মাণ, মেরামত ও উন্নতকরণ, পাকা, আধা-পাকা, তৈরি বাড়ি বা ফ্ল্যাট ক্রয়ে সম্পূর্ণ খরচের ৬০% বা সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়ােগ সুবিধা।
ইসলামী ব্যাংক ট্রান্সপাের্ট ইনভেস্টমেন্ট স্কিম
কার, মাইক্রো বাস, জীপ, বাস, ট্রাক, ট্রাক্টর, এক্সকাভেটর, ড্রেজার, মিনিবাস, অটো-রিকশা, টেম্পু, পিক-আপ ভ্যান, অম্বুলেন্স, ফ্রিজিং ভ্যান, লঞ্চ, স্টিমার, ওয়াটার বাস, কার্গো ভেসেল, কোস্টা ভেসেল, লাইটার ভেসেল, সমুদ্রগামী ট্রলার, জশিদসহ সমুদ্রগামী অন্যান্য ভেসেল ইত্যাদি ক্রয়ে সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত বিনিয়োগ সুবিধা।
ইসলামী ব্যাংক গৃহায়ণ বিনিয়ােগ প্রকল্প
নিজ জমিতে নতুন বাড়ি নির্মাণ, নির্মিত বাড়ি,অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট ক্রয়, নির্মিত বা নির্মিত বাড়ির সম্প্রসারণ, লিফট ও জেনারেটর স্থাপন ও নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য ব্যয়ের ৭০ শতাংশ বা সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত বিনিয়ােগ সুবিধা।
ইসলামী ব্যাংক লাল ট্রান্সপাের্ট ইনভেস্টমেন্ট স্কিম
সিএনজি ও ডিজেলচালিত ব্র্যান্ড নিউ থ্রি হুইলার, টেম্পু, মিনি ট্রাক, মিলি পিক আপ, হিউম্যান হলার ও ব্র্যান্ড নিউ মােটর সাইকেল ক্রয়ে ১ লাখ থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ সুবিধা।
ইসলামী ব্যাংক নারী উদ্যোক্তা বিনিয়ােগ প্রকল্প
উৎপাদনশীল, সেবা ও ক্ষুদ্র বাণিজ্য খাতে বিনা জামানতে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা ও জামানতের বিপরীতে এককভাবে সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা বিনিয়ােগপ্রাপ্তির সুবিধা। নতুন উদ্যোক্তা, স্ব স্ব ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন দক্ষ আধা দক্ষ নারী, বিজনেস চেম্বার, ট্রেড বডি বা উইমেন ফোরামের সদস্য ব্যবসা ও বিনিয়ােগের ধরন অনুযায়ী সর্বোচ্চ ৫ বছর মেয়াদে বিনিয়ােগ সুবিধা পাবেন।
ইসলামী ব্যাংক প্রবাসী উদ্যোক্তা বিনিয়ােগ প্রকল্প
প্রবাসী বাংলাদেশী, দীর্ঘদিন প্রবাসে অবস্থানশেষে দেশে ফেরত বাংলাদেশী ও তাদের স্বামী/স্ত্রী, সন্তান উৎপাদনশীল, সেবা ও বাণিজ্য খাতে এ বিনিয়ােগ সুবিধা পাবেন। ওয়ার্কি ক্যাপিটাল ও ট্রেড ফাইন্যান্সিংয়ে সর্বোচ্চ ১ বছর ও টার্ম ইনভেস্টমেন্টে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত ৫ লক্ষ টাকা থেকে সর্বোচ্চ ১০ কোটি টাকা পর্যন্ত বিনিয়ােগ সুবিধা।
ইসলামী ব্যাংক রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট প্রােগ্রাম
শপিং মল বা কমার্শিয়াল স্পেস নির্মাণ, হােটেল, রেস্টুরেন্ট, কমিউনিটি সেন্টার, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, কলেজ, প্রাইভেট মেডিকেল কলেজ/বিশ্ববিল্যালয় ইত্যাদির ভবন ক্রয় বা সম্প্রসারণের জন্য বাই-মুয়াজ্জাল বা এইচপিএসএম পদ্ধতিতে বিনিয়োগ সুবিধা।
হাউজহােল্ড ভিউৱেবল ইনভেস্টমেন্ট স্কিম
গৃহস্থালি জিনিসপত্র যেমন রেফ্রিজারেটর, ফ্রিজ, টেলিভিশন, মােটর সাইকেল, বাই-সাইকেল, এয়ার কুলার, এয়ার কন্ডিশনার, মােবাইল, কম্পিউটার, ওয়াশিং মেশিন, কিচেন অ্যাপ্লায়েন্স, ওয়াটার ফিল্টার, হেমি জিম ইন্সট্রুমেন্ট, ফার্নিচার, সেলাই মেশিন, ক্রোকারিজ, আইপিএস, ইউপিএস, জেনারেটর, মোেটর পাম্প, গৃহ নির্মাণ সামগ্রী, ডেকোরেটিভ সামগ্রী, স্বর্ণালঙ্কার, মেডিলে বা ইঞ্জিনিয়ারিং ইকুইপমেন্ট ও শিক্ষা সামগ্রী ক্রয়ে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত বিনিয়ােগ সুবিধা।
ইসলামী ব্যাংক ক্ষুদ্র শিল্প বিনিয়োগ প্রকল্প
খাদ্য ও কৃষিনির্ভর শিক, প্লাস্টিক ও রাবার শিল্প, বনজ ও আসবাবপত্র শিল্প, প্রকৌশল শিল্প, চামড়া শিল্প, রাসায়নিক শিল্প, বস্ত্র শিল্প, পুণঃপ্রক্রিয়াজাতকরণ শিল্প, সেরা শিল্প, বৈদ্যুতিক যন্ত্রপাতি শিল্প, কম্পিউটার প্রযুক্তি শিল্প, কাগজ উৎপাদন শিল্প, হস্ত শিল্প, মৎস্য ও পশুপালন খামার, ছিদ্রযুক্ত ইট, ছাদের টাইলসসহ যেকোন ক্ষুদ্র শিল্পে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত বিনিয়ােগ সুবিধা।
কার ইনভেস্টমেন্ট স্কিম
প্রাইভেট কার, মাইক্রো বাস, জীপ ইত্যাদি ক্রয়ে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত (অনধিক ১৪০ লক্ষ টাকা) বিনিয়ােগ সুবিধা।
ইসলামী ব্যাংক ক্ষুদ্র ব্যবসা বিনিয়ােগ প্রকল্প
প্রাণিসম্পদ, মৎস্য, কৃষিজাত পণ্য, উৎপাদনমুখী ক্ষুদ্র শিল্প, মুদি সরবরাহ ব্যবসা, কৃষি সরঞ্জাম, বনায়ন, পরিবহন ও সেবা খাতে সর্বোচ্চ ১০ (দশ) লাখ টাকা পর্যন্ত বিনিয়ােগ সুবিধা।
ইসলামী ব্যাংক কৃষি বিনিয়ােগ প্রকল্প
খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, প্রান্তিক কৃষকদের সহায়তা প্রদান, কৃষির বিভিন্ন সেক্টরে (শস্য, মৎস্য ও প্রাণিসম্পদ) উৎপাদনশীলতা বৃদ্ধি ও কৃষিকাজে আধুনিক প্রযুক্তি ব্যবহারে কৃষকদের সহায়তার লক্ষ্যে সর্বোচ্চ ৫ বছর মেয়াদে ১০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়ােগ সুবিধা।
ইসলামী ব্যাংক লাইট ইঞ্জিনিয়ারিং ইনভেস্টমেন্ট কিম
লাইসেন্সপ্রাপ্ত ও নির্দিষ্ট স্থানে স্থাপনা রয়েছে, এমন হালকা প্রকৌশল শিল্পে বাই মুরাবাহা টিআর ও এইচপিএসএম পদ্ধতিতে ৫০ হাজার থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়ােগ সুবিধা।
ইসলামী ব্যাংক সােলার প্যানেল বিনিয়োগ প্রকল্প
বসতবাড়ি এবং ব্যবসায়িক স্থাপনায় সােলার সিস্টেম স্থাপনের জন্য সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত মেয়াদে মােট সংযােজন খরচের ৭০ শতাংশ এবং সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ সুবিধা।
ইসলামী ব্যাংক কৃষি সরঞ্জাম বিনিয়োগ প্রকল্প
গ্রামীন বেকার যুবকদের আত্মকর্মসংস্থান, কৃষিপণ্য উৎপাদনে কৃষকদের সহায়তা, কৃষিখাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সহায়ক ভূমিকা পালনের লক্ষ্যে পাওয়ার টিলার, পাওয়ার পাম্প, মাড়াই কল ও শ্যালাে টিউবওয়েলসহ বিভিন্ন কৃষিযন্ত্র বা সরঞ্জাম ক্রয়ে সর্বোচ্চ ৮০ শতাংশ বিনিয়ােগ সুবিধা।
ইসলামী ব্যাংক ফ্রিল্যান্সার ইনভেস্টমেন্ট স্কিম
ফ্রিল্যান্সার অ্যাসােসিয়েশন অব বাংলাদেশ এর সদস্য ও বাংলাদেশ অ্যাসােসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) অনুমােদিত আইটি ফ্রিল্যান্সার নতুন কম্পিউটার, ইন্টারনেট সংযােগ, মডেম ও আনুষাঙ্গিক সামগ্রী ক্রয়ে ব্যক্তি পর্যায়ে ১,৫০ লাখ টাকা ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে সর্বোচ্চ ২০ লাখ টাব্দ পর্যন্ত বিনিয়োগ সুবিধা।
ইসলামী ব্যাংক ওয়ার্ক অর্ডার ফাইন্যান্সিং স্কিম
হাইওয়ে, রেডি, ব্রিজ, কালভার্ট, বিল্ডিং ইত্যাদি নির্মাণে প্রয়োজনীয় সহায়ক জামানতের বিপরীতে ওয়ার্ক অর্ডারে উল্লিখিত পরিমাণের ৬০ শতাংশ পর্যন্ত বিনিয়ােগ সুবিধা।
ইসলামী ব্যাংক ডাক্তার বিনিয়ােগ প্রকল্প
চিকিৎসা যন্ত্রপাতি ও সরঞ্জামাদি, চেম্বার/ক্লিনিক স্থাপন ও চেম্বার সুসজ্জিতকরণের জন্য ৫ বছরের জন্য সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ সুবিধা। এমবিবিএস, ডেন্টিস্ট, হােমিওপ্যাথি, ইউনানী ও আয়ুর্বেদী ডাক্তারগণ এ বিনিয়ােগ সুবিধা পাবেন।
ব্যাংক একাউন্ট বন্ধ হয়ে গেছে করণীয় ? কতদিন লেনদেন না করলে ব্যাংক একাউন্ট বন্ধ হয়ে যায় ?
ইসলামী ব্যাংকের বিনিয়ােগ পদ্ধতিসমূহ
বাই-মুয়াজ্জাল (বাকিতে বিক্রি)
বাই মুয়াজ্জাল অর্থ বাকিতে বিক্রি। ব্যাংকিংয়ের ক্ষেত্রে বাই মুয়াজ্জালের অনুশীলন অনেকটা বাই মুরাবাহার মতো। তবে বাই মুয়াজ্জালের ক্ষেত্রে মুরাবাহার মতাে পণ্যের ক্রয়মূল্য ও লাভের পরিমাণ গ্রাহককে জানানাে জরুরি নয়।
ৰাই-মুরাবাহ (লাভে বিক্রি)
ৰাই মুরাবাহা হচ্ছে লাভে বিক্রি। ব্যাংক গ্রাহকের কাছ থেকে পণ্য ক্রয়ের আদেশ নিয়ে বাজার থেকে পণ্য কেনে এবং ক্রয়মূল্যের ওপর নির্দিষ্ট মুনাফা যােগ করে তা গ্রাহকের কাছে বিক্রি করে।
বাই-সালাম (অগিম ক্রয়)
বাই সালাম পদ্ধতিতে ভবিষ্যতে উৎপাদিত হবে এমন ফসল বা পণ্য ব্যাংক বিনিয়ােগগ্রাহক থেকে নির্ধারিত মূল্যে অগ্রিম ক্রয় করে এবং পণ্যের মূল্য গ্রাহককে অগ্রিম প্রদান করে। গ্রাহক পণ্য উৎপাদন বা সংগ্রহ করে নির্দিষ্ট সময়ে ব্যাংককে সরবরাহ করে। ব্যাংক উক্ত পণ্য তার কর্মকর্তা বা প্রতিনিধির মাধ্যমে বিক্রি করে। ৰাই সালামে বিনিয়ােগজহিক বিক্রেতা এবং ব্যাংক নেতা।
মুদারাবা (মুনাফায় অংশীদারি কারবার)
মুদারাবা পদ্ধতিতে ব্যাংক মূলধন যােগান দেয় এবং গ্রাহক মেধা ও শ্রম বিনিয়োজিত করে ব্যবসা পরিচালনা করে। ব্যবসায়ে লাভ হলে পুচুক্তি অনুসারে উভয় পক্ষের মধ্যে তা বন্টিত হয়। আর মুদারিবের (হিন্দ্রে) অবহেলা বা শর্ত জনিত কারণ ছাড়া ব্যবসায় লােকসান হলে ব্যাংক তা বহন করে।
হায়ার পারচেজ আন্ডার শিরকাতুল মিল্ক বা এইচপিএসএম (যৌথ মালিকানাভিত্তিক ক্রয় ও ভাড়া)
এইচপিএসএম বা হায়ার পারচেজ আন্ডার শিরকাতুল মিল্ক পদ্ধতিতে ব্যাংক ও গ্রাহক যৌথ মালিকানায় বাড়ি, গাড়ি, যন্ত্রপাতি ইত্যাদি সম্পদ ক্রয় কিংবা নির্মাণ করে। এরপর ব্যাংক তার মালিকানাধীন অংশটুকু গ্রাহকের কাছে ভাড়া দেয় এবং কিস্তিতে বিক্রি করে ।
মুশারাকা (অংশীদারি কারবার)
মুশারাকা হলাে ব্যাংক ও গ্রাহকের মধ্যে অংশীদারিত্বের চুক্তি যেখানে উভয়পক্ষই নির্ধারিত অনুপাতে মূলধন সরবরাহ করে এবং তাদের সবাই বা কেউ কেউ ব্যবসা পরিচালনায় অংশ নেয়। ব্যবসায়ে লাভ হলে পূর্বচুক্তি অনুসারে অংশীদারদের মধ্যে তা বন্টিত হয় আর লােকসান হলে মূলধন অনুপাতে তা উভয়পক্ষ বহন করে।
বিস্তারিত জানতে যােগাযোগ করুন
কল সেন্টার ১৬২৫৯
www.islamibankbd.com
islamiBankBangladesh Limited
Related Keyword
ইসলামী ব্যাংক ঋণ কিভাবে পাব, ইসলামিক ব্যাংক ঋণ, ইসলামী ব্যাংক পল্লী ঋণ, ইসলামিক ব্যাংক প্রবাসী ঋণ, ইসলামি ব্যাংক নারী ঋণ, ইসলামী ব্যাংক sme লোন, ইসলামিক ব্যাংক ব্যবসা ঋণ, ইসলামিক ব্যাংক ডাক্তার ঋণ,ইসলামিক ব্যাংক ফ্রিল্যান্সার ঋণ , islami bank account details charge, ইসলামী ব্যাংক ঋণ প্রকল্প, ইসলামী ব্যাংকের ঋণ পাওয়ার উপায়, islami bank fdr,ইসলামিক ব্যাংকের লোন দেয়, ইসলামী ব্যাংক লাভ কত, সরকারি চাকরিজীবী ঋণ ইসলামিক ব্যাংক, ইসলামী ব্যাংক ঋণ ইন্টারেস্ট রেট, islami bank loan bd, ইসলামী ব্যাংক থেকে ঋণ নেওয়ার নিয়ম, ইসলামী ব্যাংক ডিপিএস ঋণ তালিকা, ইসলামী ব্যাংকের ঋণ, ইসলামিক ব্যাংক কৃষি ঋণ, কম সুদে ব্যাংক লোন ইসলামী ব্যাংক,ইসলামী ব্যাংক প্রবাসী লোন পদ্ধতি, ইসলামিক ব্যাংক বিনা জামানতে ঋণ, islami bank probashi loan, islami bank visa card, ইসলামিক ব্যাংক স্টুডেন্ট লোন, ইসলামিক ব্যাংক থেকে ঋণ নেওয়া জায়েজ কি,islami bank personal loan, ইসলামী ব্যাংক লিমিটেড ঋণ পদ্ধতি, ইসলামিক ব্যাংক শিক্ষা ঋণ, ইসলামী ব্যাংক কৃষি ঋণ, ইসলামী ব্যাংক থেকে ঋণ নেওয়ার উপায়, islami bank, loan bd,islami bank loan online bd, লোন, ঋণ,ইসলামী ব্যাংক বিনিয়োগ,ইসলামী ব্যাংক ঋণ চাই,ইসলামি ব্যাংক ফ্রিল্যান্সার ঋণ,ইসলামী ব্যাংক প্রবাসী ঋণ