শেখ হাসিনাই রূপকার পল্লী সঞ্চয় ব্যাংক উপহার
পল্লী সঞ্চয় ব্যাংক, সন্ধি অর্জনের ব্যাংক। পল্লী সঞ্চয় ব্যাংক, সুবিধাবঞ্চিত মানুষের ব্যাংক। সরকার ও আমার বাড়ি আমার খামার সমিতির, যৌথ মালিকানায় সরকারী ব্যাংক।
সারাদেশে প্রত্যন্ত পল্লী এলাকায় বাস্তবায়নাধীন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ
আমার বাড়ি আমার খামার (পূর্বতন একটি বাড়ি একটি খামার) প্রকল্পের দরিদ্র ও সুবিধাবঞ্চিত সদস্যদের স্থায়ীভাবে আর্থিক সেবা প্রদানের জন্য স্থাপিত হয়েছে পল্লী সঞ্চয় ব্যাংক।
ব্যাংকের সেবাসমূহ :
০ সদস্যদের দৈনিক সঞ্চয়ে উদ্বুদ্ধ ও উৎসাহিত করা। সঞ্চয়ের বিপরীতে বার্ষিক ৩.৫% হারে লভ্যাংশ প্রদান;
০ আয়বর্ধক খামার স্থাপনে সদস্যদের মাত্ৰ ৫% ও ৮% সেবামূল্যে ঋণ প্রদান;
০ শেয়ারহােল্ডার সমিতিসমূহকে বাৎসরিক ভিত্তিতে ডিভিডেন্ড প্রদান;
০ ডিপিএস হিসাবে বাৎসরিক ৭% হারে লভ্যাংশ প্রদান;
০ সদস্যদের সন্তানদের স্কুল ব্যাংকিং সেবা এবং জিপিএ ভিত্তিক মুনাফা প্রদান;
০ ঋণগ্রহীতার মৃত্যুতে ঋণ মওকুফ ও সমপরিমাণ (অনধিক ৫০ হাজার টাকা পর্যন্ত) অর্থ অনুদান হিসেবে পরিবারকে প্রদান;
০ ব্যাংকের নিজস্ব মােবাইল আর্থিক সেবা “পল্লীলেনদেন” এর মাধ্যমে গ্রামে ব্যাংকিং সেবা প্রদান, ইত্যাদি।
পল্লী সঞ্চয় ব্যাংকের সেবা গ্রহণ করুন। নিজের বসতবাড়িতে পারিবারিক খামার গড়ে নিজে সাবলম্বী হােন, দেশজ উৎপাদনে ভূমিকা রাখুন।
Related Qustion : পল্লী সঞ্চয় ব্যাংক সুবিধা অসুবিধা, পল্লী সঞ্চয় ব্যাংক লোন, পল্লী সঞ্চয় ব্যাংক সুদ,ঋণ, palli sanchay bank interest rate, বেশি লাভ দেয় কোন ব্যাংক, palli sanchay bank , পল্লী সঞ্চয় ব্যাংক কি সরকারি, sorkari loan bd, sorkari bank, পল্লী সঞ্চয় ব্যাংক নাম্বার, পল্লী সঞ্চয় ব্যাংক সহজ ঋণ, polli bank