আজ থেকে চালু হচ্ছে সোনালী ব্যাংকের নতুন ডিজিটাল লেনদেন সেবা ই-ওয়ালেট সার্ভিস। সোনালী ব্যাংকের সম্মানিত গ্রাহকগণ Google Play Store, Apple Store থেকে Sonali e-Wallet অ্যাপসটি ডাউনলোড করে স্মার্টফোনে ইনস্টল করার মাধ্যমে সহজেই এই ডিজিটাল সেবাটি উপভোগ করতে পারবেন (মোবাইল সেট এ অ্যাপসটি ইনস্টল করে আপনার সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করুন)।
সোনালি ই ওয়ালেট তে উল্লেখযোগ্য যে সেবা সমূহ পাবেন
১. সোনালী ব্যাংকের এক হিসাব হতে অন্য হিসাবে টাকা স্থানান্তর
২. সোনালী ব্যাংকের হিসাব হতে অন্য যে কোন ব্যাংকের হিসাবে BEFTN এর মাধ্যমে ব্যালেন্স ট্রান্সফার
৩. ওয়ালেট হিসাব হতে অন্য ওয়ালেট হিসাবে ব্যালেন্স ট্রান্সফার
৪. মোবাইল রিচার্জ
৫. নিজ একাউন্টের ব্যালেন্স চেক করা এবং ব্যাংক স্ট্যাটম্যান্ট চেক করা
৬. ইউটিলিটি বিল প্রদান
৭. ক্রেডিট কার্ড এর বিল প্রদান ইত্যাদি।
আপনাদের যাদের সোনালী ব্যাংকে একাউন্ট আছে, তারা সোনালী ই-ওয়ালেট মোবাইল অ্যাপ্সটি ইনস্টল করে ঘরে বসেই লেনদেন করতে পারবেন। এপ্সটি অ্যান্ড্রয়েড ও আইওএস ভার্ষন এ পাওয়া যাবে।
এছাড়াও যে সকল সুবিধা পাবেন
1. Branch location (ব্রাঞ্চ লোকেশন)
2. ATM location (এটিএম লোকেশন)
3. Bank balance check ( ব্যাংক ব্যালান্স চেক)
4. Wallet balance check (ওয়ালেট ব্যালান্স চেক)
5. Add money from Bank to wallet (ব্যাংক থেকে ওয়ালেট এ টাকা অ্যাড)
6. Deposit money from wallet to Bank A/C (ওয়ালেট থেকে ব্যাংকে টাকা পাঠান)
7. Wallet to wallet send money( ওয়ালেট থেকে ওয়ালেট)
8. Bank A/c to bank A/c send money (SBL)(সোনালী ব্যাংকের যে কোন একাউন্ট টাকা পাঠান)
9. Wallet to Bank A/c send money ( ওয়ালেট থেকে ব্যাংক)
10. Bank A/c to wallet send money( ব্যাংক থেকে ওয়ালেট)
11. Send money from SBL to others bank (BEFTN)( যে কোন ব্যাংকে টাকা পাঠান)
12. Bank statement (ব্যাংকের স্টেমেন্ট)
13. Wallet statement (ওয়ালেট স্টেটমেন্ট)
14. Mobile recharge ( মোবাইল রিচার্জ)
15. Utility bill payment (বিল পে)
16. Credit card bill payment (SBL only right now)( সোনালী ব্যাংকের ক্রেডিট কার্ড বিল পে করুন।
কিছু সীমাবদ্ধ আছেঃ
১. অ্যাপ্স টিতে রেজিষ্ট্রেশন করতে ১৩ সংখ্যার ব্যাংক একাউন্ট
২. ব্যাংক একাউন্টে এ যে ফোন নাম্বার দেওয়া আছে
৩. ৬ সংখার সিকিউরিটি পিন।
৪. আপনার ব্রাঞ্চে গিয়ে একটিভ করে নিন।
এছাড়াও শীঘ্রই আরও অনেক নতুন নতুন ব্যাংকিং সেবা যুক্ত হতে যাচ্ছে। ব্যাংকিং সেবা এখন আপনার হাতের মুঠোয়। ব্যাংকিং করুন যখন তখন।
সোনালী ব্যাংক লিমিটেড,
উদ্ভাবনী ব্যাংকিং এ আপনার বিশ্বস্ত সঙ্গী।
প্রায় সব ব্যাংকই ইন্টারনেট ব্যাংকিং চালু করছে আর আপনারা নিজেদেরকে বলছেন উদ্ভাবনী ব্যাংক ! উদ্ভাবনী ব্যাংক !
কোন উদ্ভাবনী তো দেখছি না । সার্ভিসের দিক থেকে সর্বনিন্মে । কথায় নয় কাজে বড় হওয়ার চেষ্টা করুন । ধন্যবাদ
আপনাদের সেবার মান বাড়ানো প্রয়োজন, সরকারি ব্যাংক বলে থীরগতির কার্যক্রম পরিচালিত হয়, দ্রুত সার্ভিস দিলে গ্রাহকের সংখ্যা আরও বাড়বে বলে আশা করি
চট্টগ্রাম খুলশী থান পূর্ব নাসিরাবাদ রুবি গেট বালিকা