আজকে আলোচনা করব অগ্রণী ব্যাঙ্ক এ আপনারা যদি দশ লক্ষ টাকা জমা রাখেন. তাহলে বছরে বা মাসে আপনাদেরকে কত টাকা লাভ দেওয়া হচ্ছে? বর্তমান দুই হাজার তেইশে মূলত বর্তমানে প্রত্যেকটা ব্যাংকে ছয় থেকে আট শতাংশ হারে মুনাফার রেট দেওয়া হচ্ছে। অগ্রণী ব্যাংকে এ আপনাদেরকে যে প্রদান করা হচ্ছে সেটা হলো সাত শতাংশ হারে মুনাফা আপনাদেরকে দেওয়া হবে। আপনারা যদি এক লাখ বা দুই লাখ বা পাচ লাখ বা দশ লক্ষ টাকা অগ্রণী ব্যাংকে রাখতে চান সেক্ষেত্রে রাখতে পারবেন মূলত তিন মাস ছয় মাস এবং এক বছরের মেয়াদে। আজকে সেই হিসেবটাই দেখাবো লাভ কত এছাড়া একাউন্ট কিভাবে খুলবেন।
Amonut | 3 month 6.50% | 6 month 6.75% | 1 Year 7% |
1 lakh | 1625 | 3403 | 7185 |
2 lakh | 3250 | 6806 | 14371 |
3 lakh | 4875 | 10210 | 21557 |
4 lakh | 6500 | 13613 | 28743 |
5 lakh | 8125 | 17017 | 35929 |
ওপরের ছকে TDS কাটার আগের লাভ দেখানো হয়ছে। মেয়াদ শেষ হওয়ার আগে যদি আপনারা টাকা উত্তোলন করতে চান সেক্ষেত্রে সরকারি tax এর পাশাপাশি আপনাদের থেকে DTS বা আনুষঙ্গিক টাকা কেটেই মূল টাকা আপনাদেরকে প্রদান করা হবে।
I agree for open FDR account.