এতদিন আমরা অনেকেই হয়তো বা আমাদের বাসার গ্যাস,পানি কিংবা বিদ্যুৎ বিল বিকাশ অ্যাপ দিয়ে একদম ফ্রী বিল পে করতাম । বিশেষ করে করোনা পরিস্থিতি থেকে আমরা অনেকাংশেই বিকাশের উপর নির্ভরশীল হয়ে পড়ে বিশেষ করে বিল পে এর ক্ষেত্রে । কিন্তু বর্তমানে বিকাশ কৃতপক্ষ কোন প্রকার পূর্ববর্তী নোটিশ এবং গ্রাহককে এসএমএস দেওয়া ব্যতিত ফ্রী বিল পে করার নিয়ম পরিবর্তন করেছে, এখন যেকোন বিল পে এর জন্য চার্জ দিতে হবে বিকাশকে, সেটা প্রদান করা হোক অ্যাপ বা *247# কোড ডায়াল করে , গ্যাস, পানি বা বিদ্যুৎ বিল সেটা হক প্রিপেইড কিংবা পোষ্টপেইড মেটার করবে না । তবে ইন্টারনেট এবং টিভির বিল পে এর চার্জ এখনও ফ্রি করে দিয়েছে বিকাশ কৃতপক্ষ ।
নিম্নে বর্ণিত নিয়ম দেখলে আপনি বুঝতে পারবেন বিকাশ কর্তৃপক্ষ কত টাকা বিল পে তে কত টাকা চার্জ প্রযোজ্য করে দিয়েছে :
১) বিদ্যুৎ বিলের ক্ষেত্রে যদি পল্লী বিদ্যুৎ পোষ্টপেইড হয়ে থাকে সেক্ষেত্রে মাসে দেওয়া যাবে ১০ টি বিল ।
১ থেকে ৩০০ টাকায় ৫ টাকা চার্জ , ৩০১ থেকে ৮০০ টাকায় ৮ টাকা চার্জ , ৮০১ থেকে ১৫০০ টাকায় ১৫ টাকা চার্জ , আর যদি ১৫০১ টাকার বেশি হয়ে থাকে সে ক্ষেত্রে, যেকোন মোট বিলের উপর ১% শতাংশ হারে চার্জ প্রযোজ্য হয়ে থাকবে ।
২) বিদ্যুৎ বিলের ক্ষেত্রে যদি পল্লী বিদ্যুৎ প্রিপেইড, ডিপিডিসি পোষ্টপেইড ও প্রিপেইড হয়ে থাকে সেক্ষেত্রে চার্জ হবে ১ থেকে ৪০০ টাকায় ৫ টাকা চার্জ, ৪০১ থেকে ১৫০০ টাকায় ১০ টাকা চার্জ, ১৫০১ থেকে ৫০০০ টাকায় ১৫ টাকা চার্জ, ৫০০০ টাকার বেশি হলে ২৫ টাকা চার্জ ।
৩) তবে BumbellBee টিভি বিল পে এর জন্য ১.৪৫% হারে চার্জ প্রযোজ্য হয়ে থাকবে ।
৪) এছাড়া অন্যান্য কোম্পানির গ্যাস, পানি কিংবা বিদ্যুৎ বিল বিকাশ এর মাধ্যমে পে করে থাকেন সেক্ষেত্রে বিলের পরিমানের ওপর মোট ১ শতাংশ হারে সর্বোচ্চ ৩০ টাকা চার্জ কর্তন করা হবে সর্বোচ্চ ।