ডাচ বাংলা ব্যাংক যখন তখন ঋণ কম সুদে । Dutch Bangla Bank Personal Loan System

সবচেয়ে কম-রেট এ দিচ্ছে Dutch Bangla Bank Ltd সহজ শর্তে জামানত বিহীন পার্সোনাল লোন   
📌Interest (ইন্টারেস্ট) এখন ৮% এ
            Take Over করলে ৮.৫০% 

ঋণ প্রদানের উদ্দেশ্যে:
🚩বিভিন্ন ভোগ্য পণ্য ক্রয়, চিকিৎসা,শিক্ষা, ভ্রমণ, বিবাহ, উৎসব ব্যয় নির্বাহ, পেশাজীবীদের প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয়, অফিস সাজসজ্জা এবং অন্য যেকোনো প্রাসঙ্গিক এবং বৈধ ব্যয় নির্বাহের জন্য

আবেদনপ্রার্থীর যোগ্যতা
💸আয়ের উৎসঃ
♦চাকুরীজীবি
♦পেশাজীবি ( ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক স্থপতি, চাটার্ড একাউন্টেন্ট ইত্যাদি)
♦বাড়ি ভাড়া

চাকরির অভিজ্ঞতাঃ
✅বর্তমান প্রতিষ্ঠান এর সাথে ৩-৬ মাসের অভিজ্ঞতা থাকতে হবে। সর্বমোট ১-২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
✅পেশাজীবিদের ৬ মাসের অভিজ্ঞতা থাকতে হবে 

💰ন্যূনতম আয় প্রয়োজনঃ
  প্রাইভেট     ৩০,০০০/- (অবশ্যই DBBL এ ) 
Multinational  ৩০,০০০/- ( যে কোনো ব্যাংকে )
সরকারি চাকুরি ২০,০০০/- ( যে কোনো ব্যাংকে) 
Garments জব    ৫০,০০০/-  (অবশ্যই  DBBL এ )
 বাড়িভাড়া ও যদি আপনার কমপক্ষে 50,000 টাকা হয় তাহলে আপনিও আবেদন করতে পারবেন। 

❌Hand Cash (হাতে স্যালারি) গ্রহনযোগ্য নয়
👥নির্বাচিত হওয়ার যোগ্যতা বয়স প্রয়োজনঃ
   ২২ – ৫৭

💵ঋণের এর পরিমাণঃ
  ✅সর্বনিম্ন BDT 2,00,000 (দুই লক্ষ টাকা)
  ✅সর্বোচ্চ BDT 20,00,000 ( বিশ লক্ষ টাকা) 

📌বিঃদ্র -মাসিক আয়ের পরিমাণ এবং অন্যান্য দিক বিবেচনা করে মাসিক আয়ের এর সর্বোচ্চ (১০ – ১৪) গুন ঋণ দেওয়া যায়।

🕚ঋণের মেয়াদঃ
  ✅সর্বনিম্ন ৩ বছর
  ✅সর্বোচ্চ ৫ বছর

জাতীয়তাঃ BD বাংলাদেশি

📍 প্রক্রিয়াকরণ ফী ১% মঞ্জুরকৃত লোনের উপর এককালীন অথবা ১০০০ টাকা (যা অধিকতর ) ।

🚸দ্রুত নিষ্পত্তি ২% (অপরিশোধিত লোনের উপর)।

✅ব্যাংক একাউন্ট থাকতে হবে। 
✅যৌথ আবেদনের সুবিধা আছে ।
✅Mortgage (বন্ধক) এর প্রয়োজন নেই।

📌বিলম্বে পরিশোধ ফিঃ সর্বোচ্চ তিনটি কিস্তি দেরিতে পরিশোধ করা যাবে,বাকি কিস্তিগুলোর জন্য জরিমানা আরোপ করা হবে ।

❌আপনার খারাপ কর্পোরেট & ইনভেস্টম্যান্ট ব্যাংকিং(সিআইবি) রেকর্ড থাকলে আবেদন প্রত্যাখ্যাত হবে।

প্রয়োজনীয় কাগজপত্রঃ
1⃣ স্যালারি সার্টিফিকেট/বেতন সনদ/পে-স্লিপ/ নিয়োগপত্র। 
2⃣ অফিস আইডি কার্ডের ফটোকপি।
3⃣ ভোটার আইডি কার্ড/বৈধ পাসপোর্ট/ড্রাইভিং   লাইসেন্স এর ফটোকপি।
4⃣ ১ কপি পাসপোর্ট সাইজের ছবি। 
5⃣ সর্বশেষ ১ বছরের Bank Statement
6⃣ E-Tin (ই-টিন) ট্যাক্স সার্টিফিকেট। 
7⃣ পেশাজীবীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ডিগ্রির সনদ এর ফটোকপি।
8⃣ বাড়ির মালিকদের ক্ষেত্রে দলিলাদি এবং ভাড়া প্রাপ্তির রশিদ/ ভাড়াটিয়ার সাথে চুক্তিপত্র।
9⃣ টি&টি/মোবাইল ফোন/অন্যান্য ইউটিলিটি (বিদ্যুৎ বিল) এর কপি
🔟 গ্যারান্টার ২ জন -No :01 Wife, No:02 Office Couligue 

 

Documents লাগবে :
1. Job id 
2. NID 
3. Photo 1 
4.Visiting Card যদি থাকে
✅ Loan Statement ( যদি আগে Loan নেওয়া থাকে)
✅ Loan Saction এর ফটোকপি। (যদি আগে Loan নেওয়া থাকে)
✅ Credit Card Statement Last Month (যদি নেওয়া থাকে) 
✅ Visiting  Card যদি থাকে

🕰️লোন এর আবেদন মঞ্জুর হতে (১৫ – ২০) দিন সময় লাগে।

☎যোগাযোগঃ এত সব সুবিধা যখন ডাচ বাংলার পার্সোনাল লোন এর তখন আর চিন্তা কেন? এখন ই যোগাযোগ করুন সল্প সময়ে এবং বিনা পরিশ্রমেই পেয়ে যাবেন আপনার পার্সোনাল লোন।

 যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন ডাচ-বাংলা ব্যাংকে আপনার নিকটস্থ শাখায় অথবা ডাচ বাংলা ব্যাংকের কাস্টমার কেয়ার হেল্পলাইন নাম্বারে 16216. For International Call 09666716216.

 

7 thoughts on “ডাচ বাংলা ব্যাংক যখন তখন ঋণ কম সুদে । Dutch Bangla Bank Personal Loan System”

  1. আমি বি জি বি তে কর্মরত আছি আমি কি পার্সোনাল লোন পেতে পারি?

    Reply
  2. আমি এন জি ও তে কাজ করি ১৫ বছর। তাহলে আমি নিতে পারব

    Reply
  3. আমি লোন নিতে চাই ১৫০০০০০ লাখ টাকা, ৫ বছরের জন্য। প্রতি মাসে কতো টাকা কিস্তি দিতে হবে।

    Reply

Leave a Comment

error: Content is protected !!