ইসলামী ব্যাংক ডিপিএস স্কিম লাখপতি Islami Bank DPS Account | IBBL Special Saving Account

ইসলামী ব্যাংক ডিপিএস রেট Islami Bank Special Saving Account DPS  

মুদারাবা স্পেশাল সেভিংস অ্যাকাউন্টের মাধ‍্যমে যেকেউ মাসিক ভিত্তিতে সামর্থ্য অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করে মেয়াদ শেষে লাভসহ সম্পন্ন টাকা এক বারে তুলতে পারেন ।

 

কিস্তির হার
* কিস্তির হার ৫০০ টাকা এবং সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত ১০০০ এর যেকোনো গুণিতক
* ব্যাংকের আরডিসি এই বা ইউপিডিএস সদস্যরা ১০০ টাকা কিস্তিতে এই হিসাব খুলতে পারবেন
* হিসাব খোলার সময় অবশ্যই কিস্তির হার এবং মেয়াদ নির্ধারণ করতে হবে

 

 হিসাব খোলার যোগ্যতা 
* ১৮ বছর বয়স্ক সুস্থ মস্তিষ্কের বাংলাদেশী নাগরিক হতে হবে ।
* অপ্রাপ্তবয়স্কের নামেও পিতা-মাতা অথবা আইনগত অভিভাবক চাইলে এই হিসাব খুলতে পারবেন তবে কোনো ধরনের সমস্যায় তারা পড়বেন না ।

 

ইসলামী ব্যাংক বাড়ি বা ফ্ল্যাট নির্মাণে ৩০ লাখ দিবে 

 

ইসলামী ব্যাংক ডিপিএস খোলার নিয়ম
* জাতীয় পরিচয় পত্রের অনুলিপি অথবা পাসপোর্টের অনুলিপি অথবা ড্রাইভিং লাইসেন্সের অনুলিপি ।
* গ্রাহকের ১ কপি রঙিন ছবি এবং নমিনীর ১ কপি ছবি , সেটি অবশ্যই সাম্প্রতিক সময়ের হতে হবে ।
 * অপ্রাপ্তবয়স্কের নামে হিসাবের ক্ষেত্রে জন্ম সনদ এর কপি এবং আইনগত অভিভাবক এর ছবি ও জাতীয় পরিচয় পত্র অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি প্রয়োজন হবে ।

 

ইসলামী ব্যাংক DPS Account চার্জ ক্লিক

 
 

নমিনি 
নমিনি বলতে এখানে সাধারণত তাকেই বোঝানো হয়, যার নামে একাউন্ট খুলবে কিংবা যার নামে সঞ্চয়ী হিসাব খোলা হবে, তার অবর্তমানে নমিনি সাধারণত এই টাকার উত্তরাধিকার হয়ে থাকবে । এজন্য এখানে আপনি চাইলে যে কাউকে প্রাপ্তবয়স্ক মানুষকে নমিনি দিতে পারেন । হিসাবধারী নিয়ম মোতাবেক করতে পারেবে ।

 

 ইসলামী ব্যাংকের মুদারাবা সেভিংস একাউন্ট খোলার সুবিধা সমূহ 
* ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় গ্রাহকের সঞ্চয়ী অথবা চলতি হিসাব থাকলে তা হতে স্বয়ংক্রিয় কিংবা অটোমেটিক কিস্তির টাকা স্থানান্তরের সুবিধা রয়েছে । এক্ষেত্রে আপনি এক মাসের কিংবা পর্যাক্রমে কয়েক মাসের কিস্তির টাকা দিতে না পারলে সে ক্ষেত্রে আপনার ফাইন হওয়ার সম্ভাবনা নেই ।
* অনলাইনে এক শাখা থেকে অন্য শাখা অথবা এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে টাকা জমা করতে দেওয়া যায় ।
* ibbl ibanking বা internet banking এবং mCash এর মাধ্যমে কিস্তির টাকা জমা দিতে পারবে । তবে ইন্টারনেট ব্যাংকিং সবচেয়ে বেশি জনপ্রিয় ।
*  আপনি চাইলে এজেন্ট থেকে আর এক এজেন্ট বা এক ব্যাংক থেকে আর এক ব্যাংকে হিসাব স্থানান্তর করতে পারবেন । ব্যাংক থেকে এজেন্ট/এজেন্ট থেকে ব্যাংকে স্থানান্তর করা সম্ভব নয় ।
*  অর্ধেক মেয়াদ পূর্ণ হলে ৮০% টাকা পর্যন্ত কর্জ গ্রহণের সুবিধা রয়েছে অর্থাৎ এখান থেকে আপনি চাইলে ঋণ সুবিধা পেয়ে যাবেন স্পেশাল সেভিং একাউন্ট এর আন্ডারে ।

 

Islami Bank Interest Rate or Profit Rate ইসলামী ব্যাংক ডিপিএস চাট মুনাফা


১) ইসলামী ব্যাংক মুদারাবা স্পেশাল সেভিং পেনশন একাউন্ট Mudaraba Special Savings Pension Account
সময়কাল ও মুনাফা : ১০ বছরে জন‍্য মুনাফা প্রায় ৬.৭%, ৫ বছরে জন‍্য মুনাফা প্রায় ৬.২%, ৩ বছরে জন‍্য মুনাফা প্রায় ৫.৭%


২) ইসলামী ব্যাংক মুদারাবা হজ্জ সেভিং একাউন্ট Mudaraba Hajj Savings Account
সময়কাল ও মুনাফা : ১ থেকে ১০ বছরে জন‍্য মুনাফা প্রায় ৬.২%, ১১ থেকে ২৫ বছরে জন‍্য মুনাফা প্রায় ৬.৭%

ইসলামী ব্যাংক ঋণ নাকি সুদ মুক্ত ঋণের বিকল্প নিন আপনিও


৩) ইসলামী ব্যাংক মুদারাবা মোহর সেভিং একাউন্ট Mudaraba Muhor Savings Account
সময়কাল ও মুনাফা : ১০ বছরে জন‍্য মুনাফা প্রায় ৬.২%, ৫ বছরে জন‍্য মুনাফা প্রায় ৫.৪%,


৪) ইসলামী ব্যাংক মুদারাবা বিবাহ সেভিং একাউন্ট Mudaraba Bibaho Saving Account
সময়কাল ও মুনাফা : ৫ বছরে জন‍্য মুনাফা প্রায় ৫.৪%, ৩ বছরে জন‍্য মুনাফা প্রায় ৫.২%

 

প্রত্যেকটি ডিপিএস এর মুনাফা টাকার উপর সরকারি ট্যাক্স কর্তন যোগ্য হবে, মূল টাকার উপর ট্যাক্স কর্তন যোগ্য হবে না । ডিপিএস করার সময় টিন সার্টিফিকেট দিলে এখানে ট্যাক্স এর পরিমাণ আসবে ১৫%, টিন সার্টিফিকেট প্রদান না করলে ট্যাক্সের পরিমাণ আসবে ১৫% ।  এছাড়াও অ্যাকাউন্ট মেইনটেন্যান্স ফি ও আবগারি শুল্ক কর্তন যোগ্য ।

 

বিস্তারিত জানতে
ব্যাংকের যেকোনাে শাখায় যােগাযোগ করুন
Islami Bank Bangladesh Help line
নাম্বার : ০২-৮৩৩১০৯০ অথবা ১৬২৫৯
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড

Related Questions :
ইসলামী ব্যাংক ডিপিএস লাভ, কোন ব্যাংকে ডিপিএস লাভ বেশি, ইসলামী ব্যাংক ডিপিএস মুনাফা, dps rate, ইসলামী ব্যাংক ডিপিএস সুদ, islami bank dps interest rate, student account interest rate, ব্যাংক ডিপিএস, ব্যাংক ডিপিএস খোলার নিয়ম, dbbl , পোষ্ট অফিস ডিপিএস, ইসলামী ব্যাংক ডিপিএস খোলার নিয়ম, dps kholar niyom, bank, ibbl

 

1 thought on “ইসলামী ব্যাংক ডিপিএস স্কিম লাখপতি Islami Bank DPS Account | IBBL Special Saving Account”

  1. প্রতি মাসে‌ 2000 টাকা দশ বছর পর কত টাকা পাবো আমরা ডিপিএস।

Comments are closed.

error: Content is protected !!