মুদ্রার ভ্যালু যেভাবে কমে গিয়েছে মুদ্রাস্ফীতি তার চেয়েও অনেক গুণী বেশি বৃদ্ধি পেয়েছে। তবে সুদ মুক্ত ব্যাংকিং ব্যবস্থায় আপনি সঞ্চয়পত্রর বিকল্প হিসাবে যদি ভেবে থাকেন তাহলে ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ লিমিটেড মান্থলি প্রফিট আপনাকে প্রদান করবে। আপনি নির্দিষ্ট মেয়াদে অর্থ রাখতে পারবেন সেটা তিন বছর কিংবা পাঁচ বছর। এ মাসে এসে ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ লিমিটেড এই মান্থলি যে প্রফিট একাউন্ট এর বিপরীতে মুনাফার রেটটাও বৃদ্ধি করেছে।
সঞ্চয়পত্রের চেয়ে আপনাকে প্রফিটটা কম দিচ্ছে, কিন্তু সঞ্চয়পত্র থেকে যা পাওয়া যায় ইন্টারেস্ট হিসাবেই চেনা যায়। কিন্তু ইসলামিক ব্যাংকিং ব্যবস্থায় সুদের বিকল্প প্রফিট। আমরা অনেক মানুষই হয়তো সুদ থেকে দূরে সরে থাকতে হয়তো বা ইসলামিক ব্যাংকিং ব্যবস্থায় যুক্ত হতে চাই। পাঁচ বছর মেয়াদি অ্যাকাউন্টে মুনাফার রেট অলমোস্ট ৭.১৫% ও তিন বছর মেয়াদি অ্যাকাউন্টে মুনাফার রেট অলমোস্ট ৭%।এক লক্ষ বা এর দ্বিগুণ, তিন গুণ বা যে কোন পরিমাণ অ্যামাউন্ট রাখতে পারবেন, তবে এক লক্ষের নিচে নয়।
TDS কর্তনের আগের মুনাফা দেখানো হয়েছে, অ্যাকাউন্টের বিপরীতে একাউন্ট মেন্টেনেন্স ফী ও আবগরি শুল্ক ৩ বছর বা ৫ বছর পর একবার কাটবে, যখন স্কীমের মেয়াদ শেষ হবে।
যদি অ্যাকাউন্ট করতে চান তাহলে নিকটবর্তী ইসলামী ব্যাঙ্কের যেকোনো এজেন্ট ব্যাঙ্কিং বা শাখা বা উপশাখায় চলে গিয়ে বলবেন মুদারাবা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম একাউন্ট করবেন। এক্ষেত্রে আপনার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও নমিনীর দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। আপনার ও নমিনীর এনআইডি বা পাসপোর্টের ফটোকপি লাগে। আপনার বাসার ঠিকানা প্রমানের জন্য ইউটিউটি বিল অর্থাৎ গ্যাস বা পানি বা বিদ্যুৎ বিল এর ফটোকপি দিতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাকাউন্টটা করতেই পারবেন। যদি অল্পতেই সন্তুষ্ট হতে চান তাহলে ইসলাম ব্যাংকের মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম আপনার জন্য।
ইসলামী ব্যাংক সঞ্চয়পত্র একাউন্ট, monthly profit deposit scheme, bank account, islami bank interest rate 2023, Islami bank sanchayapatra, fdr,ibbl, savings account, টাকা, mudaraba monthly profit deposit account, islami bank, online bank account islami bank,সুদ মুক্ত ব্যাংক একাউন্ট, islami bank profit rate 2023, dps vs fdr, মুনাফা নাকি সুদ,fixed deposit