বাংলাদেশ কৃষি ব্যাংক ডিপিএস । বাংলাদেশ কৃষি ব্যাংক ডিপোজিট । কৃষি ব্যাংকডিপিএস লাভ Krishi Bank DPS

বাংলাদেশ কৃষি ব্যাংক মাসিক ডিপিএস ও লাভ

ক্ষুদ্র আয়ের জনগােষ্ঠীকে সঞ্চয়ে উৎসাহিত করে প্রান্তিক জনসাধারণকে ব্যাংকমুখী করে তাদের অর্থনৈতিক উন্নয়ন, ভবিষ্যত আর্থিক নিশ্চয়তা ও কল্যাণ সাধনের বেশি লাভের এ ডিপিএস ।

 

বিকেবি স্কীম হিসাব খােলা ও পরিচালনা সংক্রান্ত নিয়মাবলীঃ

ক) প্রাপ্ত বয়স্ক এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন যে কোন বাংলাদেশী নাগরিক নিজ নামে এ স্কীমের আওতায় এক বা একাধিক হিসাব ব্যাংকের নির্ধারিত আবেদন ফরমের মাধ্যমে মাসের যে কোন কর্মদিবসে বাংলাদেশ কৃষি ব্যাংকের যে কোন শাখায় খুলতে পারবে।

খ) হিসাব যে তারিখেই খােলা হােক না কেন পরবর্তী মাস হতে ১০ তারিখের মধ্যেই নিয়মিত টাকা জমা করতে হবে। মেয়াদপূর্তির পর হিসাব খােলার তারিখে বা তার পরবর্তী কর্মদিবসে টাকা প্রদেয় হবে।

গ) হিসাব খােলার সময় আমানতকারীকে তার যথাযথ/ পূনাঙ্গ পরিচিতি (KYC) প্রদানসহ জাতীয় পরিচয়পত্র/ স্মার্ট কার্ড/ জন্মনিবন্ধন সনদ/ পাসপাের্ট এর ফটোকপি ও পাসপাের্ট সাইজের সত্যায়িত ০২ (দুই) কপি ছবি প্রদান করতে হবে।

ঘ) গ্রাহকের যদি টিআইএন (TIN) সার্টিফিকেট থাকে তবে হিসাব খােলার সময় টিআইএন (TIN) সার্টিফিকেট জমা নিতে হবে এবং যথাযথভাবে হিসাব খােলার ফর্মে লিপিবদ্ধ করতে হবে এবং সংরক্ষণ করতে হবে।

ঙ) হিসাব খোলার ফরমে মেয়াদকাল ও মাসিক জমার পরিমান (অংকে ও কথায়) স্পষ্ট ভাবে উল্লেখ থাকতে হবে; কোনরূপ কাটাকাটি, ঘষামাজা, উপরিলিখন, পরিবর্তন ও পরিমার্জন কোন অবস্থাতেই গ্রহনযােগ্য হবেনা।

চ) এ হিসাবে গ্রাহক নগদে বা শাখায় রক্ষিত আমানতকারীর সঞ্চয়ী হিসাব হতে স্থানান্তরের মাধ্যমে প্রতি মাসের ১০ তারিখের মধ্যে মাসিক কিস্তির টাকা জমা করতে পারবেন। গ্রাহককে মাসিক কিঙ্কির টাকা জমা প্রদানের জন্য যেকোন একটি পদ্ধতি বেছে নিতে হবে। সঞ্চয়ী হিসাব হতে স্থানান্তরের ক্ষেত্রে স্থায়ী নির্দেশনা থাকবে, এরূপ নির্দেশনার জন্য কোন ফি/ চার্জ কর্তন করা যাবে না।

ছ) নগদ জমার ক্ষেত্রে এ স্কীমের জন্য নির্দিষ্ট জমার স্লিপ ব্যবহার তে হবে। 

জ) প্রতি মাসের ১০ তারিখের মধ্যে মাসিক কিস্তির টাকা জমা/ স্থানান্তর করা না হলে পরবর্তী মাসে মাসিক ২ % হারে জরিমানাসহ টাকা স্থানান্তর করতে হবে। একাধারে ৩ মাস এমন হলে হিসাবটি স্বয়ংত্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। স্কীমের পুরাে মেয়াদে (৭ বছরে) সর্বোচ্চ ৭ টি কিস্তি জরিমানাসহ জমা দিতে পারবে।

ঝ) এ স্কীমের আওতায় অগ্রীম কিস্তি জমা দেয়া যাবে। তবে জমাকৃত অগ্রিম কিস্তির উপর কোন সুদ প্রদান করা হবে না।

ঞ) প্রতিটি হিসাবে বাত্সরিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হারে সুদ প্রদেয় হবে। মাসিক ভিত্তিতে সুদ প্রভিশন রাখতে হবে।

ট) হিসাবটি চেকবিহীন হবে এবং মেয়াদপূর্তিতে গ্রাহকের আবেদনের প্রেক্ষিতে এ হিসাবের টাকা প্রদেয় হবে।

 

প‍্যাকেজের নাম

BKB Monthly Deposit Scheme
Year 3/5/7/10

Interest Rate : 7.25%, 7.50%, 8.00%, 8.25%
 

 

মাসিক কিস্তিতে লাভ পরিমাণ

 

নমিনি মনােনয়ন সংক্রান্ত নিয়মাবলীঃ

ক) আমানতকারীকে ব্যাংকের প্রচলিত নিয়মে হিসাবের অবশ্যই নমিনী নিযুক্ত করতে হবে। আমানতকারী কর্তৃক সত্যায়িত নমিনীর ০১ (এক) কপি পাসপাের্ট সাইজের ছবি ফর্মের সাথে সংযুক্ত করতে হবে। নাবালক/নাবালিকাকেও নমিনী করা যাবে।

খ) আমানতকারীর জীবদ্দশায় এবং হিসাবের স্হিতি গ্রহনের পূর্বে নমিনীর মৃত্যু হলে ঐ মনােনয়ন বাতিল বলে গণ্য হবে। সে ক্ষেত্রে হিসাবধারী নতুন নমিনী মনােনয়ন করতে পারবেন। কেবলমাত্র আমানতকারীর মৃত্যুর পরই নমিনী হিসাবের অর্থ প্রাপ্য হবেন। এ ক্ষেত্রে সাকসেশন সার্টিফিকেট গ্রহনের প্রয়োজন হবে না এবং বিষয়টি শাখা পর্যায়েই নিষ্পত্তিযােগ্য হবে। নমিনীকে হিসাবের অর্থ পরিশােধের সময় নিম্নোক্ত কাগজপত্রাদি গ্রহণ করতে হবে।

 

১) আমানতকারীর মৃত্যু সংক্রান্ত সনদপত্র।

২) নমিনীর পরিচয়পত্র যাচাইয়ের জন্য জাতীয় পরিচয়পত্র/ স্থানীয় চেয়ারম্যান/ ওয়ার্ড কমিশনার/ একজন গেজেটেড অফিসার বা ব্যাংকের ৯ ম বা তদূর্ধ গ্রেডের একজন কর্মকর্তার প্রত্যয়নপত্র।

৩) নমিনীর আইনানুগ অবিভাবকের আবেদনপত্র পাসপাের্ট সাইজের সত্যায়িত ছবি (নাবালক নাবালিকার ক্ষেত্রে)

৪) নাবালক/ নাবালিকার ক্ষেত্রে নমিনীর আইনানুগ অভিভাবক কর্তৃক শাখার একজন আমানত হিসাবধারীর সাথে যৌথভাবে সম্পাদিত ইনডেমনিটি বন্ড (ক্ষতিপূরণ মুচলেকা)।

৫) আমানতকারী যে কোন সময় লিখিতভাবে তার মনােনয়ন বাতিল করে নতুন নমিনী মনােনয়ন করা যাবে।

 

মেয়াদপূর্তির পূর্বে হিসাব বন্ধ করা হলে টাকা উত্তোলন পদ্ধতি 

ক)আমানতকারী লিখিত আবেদনের মাধ্যমে মেয়াদপূর্তির পূর্বে আমানত হিসাবটি বন্ধ করতে পারবেন মেয়াদপূর্তির পূর্বে আমানত হিসাবটি বন্ধ করা হলে নিম্নোক্ত নিয়ম অনুসরণ করে পাপ্য টাকা গ্রাহকের সঞ্চয়ী হিসাবে স্থানান্তরের মাধ্যমে প্রদেয় হবে।

খ) মেয়াদপূর্তির পূর্বে ২ বছরের মধ্যে হিসাব বন্ধ করা হলে কোন সুদ পাবেনা। ২ বছরের বেশি কিন্তু ৭ বছরের মধ্যে হিসাব বন্ধ করা হলে সঞ্চয়ী হিসাবের সুদ হারে মুনাফা প্রদেয়।

হিসাবে জমাকৃত আসলের বিপরীতে সর্বোচ্চ ৮০ % ঋণ সুবিধা প্রদান । 

ঋণের সময়কাল সর্বোচ্চ ০১ বছর । স্কীমের বিপরীতে 

ঋণ নিলে এ স্কীমের হিসাবের সুদের চেয়ে ২ % বেশী (ত্রৈমাসিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হারে) সুদ দিতে হবে ।

স্কীমের বিপরীতে ঋণ নেওয়ার দলিল পত্রদি 

ক) ডিমান্ড প্রমিসরি নােট। 

খ) লেটার অব লিয়েন। 

গ) লেটার অব এরেঞ্জমেন্ট।

ঘ) লেটার অব ডিসবার্সমেন্ট।

ঙ) সংশ্লিষ্ট আমানত হিসাবটি বন্ধ করে ঋণ হিসাব সমন্বয় (Set off) করার সম্মতিপত্র।

 

নোট সূমহ

ক) হিসাবধারীর মৃত্যুর পর স্বয়ংক্রিয়ভাবে হিসাবটি বন্ধ হয়ে যাবে। 

খ) এ স্কীমের বিপরীতে গৃহীত ঋণ সম্পূর্ণভাবে পরিশােধের পূর্বে আমানতকারীর মৃত্যু হলে আমানতের স্থিতি হতে ঋণের বকেয়া সমন্বয়ের পর অবশিষ্ট স্থিতি (যদি থাকে) নিযুক্ত নমিনিকে বা উত্তরাধিকারীগণকে প্রদেয় হবে। কোন অবস্থাতেই ঋণের টাকা অসমন্বিত রাখা যাবে না।

গ) এ ছাড়া উক্ত স্কীমের জন্য পৃথক লেজার সংরক্ষণ করতে হবে।

ঘ) কীমটি ব্যাংকের নিজস্ব উদ্যোগে প্রণীত বিধায় যে কোন সময় ব্যাংক ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ স্কীমের যে কোন শর্ত সংশােধন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

ঙ) হিসাবের মেয়াদপূর্তির পর গ্রাহককে তার প্রাপ্য টাকা এককালীন প্রদেয় হবে।

চ) এ কীমের আওতায় খােলা হিসাব ব্যাংকের এক শাখা হতে অন্য শাখায় স্হানান্তর করা যাবে। তবে এক্ষেত্রে আমানতকারীকে হিসাব স্থানান্তরের জন্য ৫০০.০০ (পাঁচশত) টাকা স্থানান্তর ফি প্রদান করতে হবে।

 

 

এছাড়াও কৃষি ব্যাংকের সুযোগ সুবিধা আরো কিছু স্কীম আছে 

কৃষি ব্যাংকের ডিপিএসের নাম – সময় সীমা – সুদের হার

BKB Monthly Profit Scheme
Year : 3/5
Interest Rate : 10.80%
 
BKB Double Profit Scheme
Year : 9 yrs
Interest Rate : 8.25%
 
BKB Quarterly Profit Scheme (Quarterly 1875/-)
Year : 3
Interest Rate : 7.50%
 
BKB Monthly/Quarterly Profit Scheme
Year : 3/5 yrs
Interest Rate : 6.50%
 
Monthly Savings Scheme (MSS)
Monthly 1,000/- to 10,000/
Year : 3/5/10
Interest Rate : 6.00%, 7.00%, 7.00%
 
BKB Millionaire Scheme Monthly
Monthly Installment 25,250/-, 14,100/, 9,310/-, 5,700/-
Year : 3/5/7/10
Interest Rate : 7.25%, 7.50%, 7.75%, 8.25%
 
BKB Monthly Deposit Scheme
Year : 3/5/7/10
Interest Rate : 7.25%, 7.50%, 8.00%, 8.25%
 
BKB Lackpoti Scheme
Year : 7

3 thoughts on “বাংলাদেশ কৃষি ব্যাংক ডিপিএস । বাংলাদেশ কৃষি ব্যাংক ডিপোজিট । কৃষি ব্যাংকডিপিএস লাভ Krishi Bank DPS”

Comments are closed.

error: Content is protected !!