সিম কার্ডের মালিকানা পরিবর্তনের উপায় নিয়ম জিপি রবি এয়ারটেল টেলিটক বাংলালিংক Sim Carder Malikana Poriborton Er Upai

 

আমরা অনেকেই প্রয়োজনে সিমের মালিকানা পরিবর্তন করতে চাই, সেটি জিপি/ রবি / গ্রামীণফোন/ এয়ারটেল / টেলিটক কোম্পানির সিম হোক । বাংলাদেশের প্রেক্ষাপট সিমের মালিকানা পরিবর্তনের জন‍্য যার নামে বর্তমানে সিম আছে তাকে ও যার নামে মালিকানা পরবর্তন হবে উভয়ের সম্মতির প্রয়োজন । তবে এখানে বেশ কিছু পেপারস প্রয়োজন । সিমের মালিকানা পরিবর্তনে সিমের কোম্পানি ভেদে ২০ থেকে ১০০ টাকার মত লাগতে পারে ।

 

 

সিমের মালিকানা পরিবর্তনের জন‍্য যা লাগবে :

১) সিমের বর্তমান মালিক ও যার নামে মালিকানা পরিবর্তন হবে, উভয়ের ২ কপি পাসপোর্ট সাইজের ছবি ।

২) সিমের বর্তমান মালিক ও যার নামে মালিকানা পরিবর্তন হবে, উভয়ের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ।

তবে সিমের মালিক যদি মৃত হয় তবে সেক্ষেত্রে মালিকানা পরিবর্তনের জন‍্য প্রয়োজীয় যা ডকুমেন্ট লাগবে :

১) মৃত ব‍্যক্তির Death Certificate

২) মৃত ব‍্যক্তির ওয়ারিশ নামা, যারা নামে মালিকানা তার নামেই ওয়ারিশ নামা দরকার । যা ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি করপোরেশন থেকে নিতে হবে ।

৩) মৃত ব‍্যক্তির ও যার নামে মালিকানা পরিবর্তন হবে, উভয়ের ২ কপি পাসপোর্ট সাইজের ছবি ।

৪) মৃত ব‍্যক্তির ও যার নামে মালিকানা পরিবর্তন হবে, উভয়ের উভয়ের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ।

 

 

এর পরবর্তীতে যে কোম্পানির সিমের মালিকানা পরিবর্তন হবে সেই কোম্পানির কাস্টমার কেয়ারে যেতে হবে । প্রত্যেক কোম্পানির প্রতিটি জেলায় কাস্টমার কেয়ার রয়েছে ভুল করে পাড়া মহল্লার সিমের বা রিচার্জের দোকানে গিয়ে মালিকানা পরিবর্তন করতে পারবেন না । সিমের মালিকানা পরিবর্তন করলে ঐ সিমে পূর্ববর্তী খোলা বিকাশ/রকেট/নগদ/মোবাইল ব্যাংকিং একাউন্ট বন্ধ হবে । এই পদ্ধতিতে সিমের মালিকানা পরিবর্তন মা একজনের সিম অন‍্য নামে উঠানো সম্ভব।

1 thought on “সিম কার্ডের মালিকানা পরিবর্তনের উপায় নিয়ম জিপি রবি এয়ারটেল টেলিটক বাংলালিংক Sim Carder Malikana Poriborton Er Upai”

  1. আমার সিম টা অনেক আগের সিম।তার পর রেজিষ্ট্রেশন বাদ্ধতা মূলক ছিলো।তখন আমার NID কাড হয় নাই।এই জন্য আমার মামার nid কাগজ দিয়ে রেজিষ্ট্রেশন করছিলাম।এখন আমার nid কাড হয়েছে।সিম 4জি করতে হবে।

Comments are closed.

error: Content is protected !!