শাওমি গ্লোবালি Mi 10T Pro রিলিজ করেছে ইতিমধ্যে । আর Mi সিরিজের ফোন গুলোতো ভাল চিপের সাথে সাথে জবরদস্ত ইউজার Experience পাওয়া যায় , এটি সবাই জানে । এছাড়াও Mi সিরিজের নতুন কিছু ফিচার দেখতে পাওয়া যায় ।
Mi 10T ও Mi 10T Pro অনেকটা সিমিলার ফোন, খুব কম পার্থক্য দেখতে পাওয়া যায় । Mi 10T Pro তে দেখতে পাওয়া যাবে 6.67 inch FHD+ Display, HDR10+ সার্টিফাইট, আর যুগের আবর্তিত ফিচার Higher Refresh Rate তাও সেখানে 144Hz .IPS ডিসপ্লের সাথে FHD+ রেজুলেশন, তাই বলে এতো দামি ফোনে সুপার গ্লসি এবং সাইনি লুক, চাদের মত বদন খানা খুব ভাল করেই লক্ষ্য করা যায়, তবে ফিঙ্গার পড়লে তা খুব ভাল করেই ফুটে ওঠে, বারবার ফিঙ্গার মুছতে মুছতে একটা বিরক্তি আসতে পারে ।
কন্টেন্ট ওয়াচ এক্সপিরিয়েন্স যে সুপার লেভেলের হবে, তা বলতে সন্দেহ নেই । কিন্তু এমোলেড ডিসপ্লে হলে রিয়াল কালার পাওয়া যেত । সাউন্ড কোয়ালিটি ইমপ্রেস করবে যে কাউকে । এখানে Adpting Switch টেকনোলজির দেখা পাওয়া যাবে, অর্থাৎ কন্টেন্টের সাথে মিল রেখে Refresh Rate চেন্জ হবে, যেটা Poco X3 তে দেখতে পাওয়া গেছিল ।
যদিও এখানে দেখতে পাওয়া যাবে আইপিএস এলসিডি ডিসপ্লে, এটি কিছুটা খুত খুতি ভাব এনে দিতে পারে অনেকের কাছেই । শাওমি তাদের কস্ট কিছুটা কমিয়ে দেওয়ার জন্য এখানে এলসিডি ডিসপ্লে ইউজ করেছে , Gorilla Glass 5 Support
Pro Version হোওয়া শর্তেও এখানে sd 865 চিপ ব্যবহার করা হয়েছে, যেটি আমার মত অনেকের কাছে লাভ নাও লাগতে পারে, তবে ভাল বিষয় এখানে UFS 3.1 Storage ও LPDDR5 র্যামের সাপোর্ট দেওয়া হয়েছে ।
Mi 10T এর চেয়ে একধাপ এগিয়ে থাকছে 10T Pro কেননা এখানে 108MP ক্যামেরা সাপোর্ট with OIS . 13MP Ultra Wide ও 5MP Macro lens with auto focus . 108 মেগাপিক্সেল ক্যামেরায় তোলা ছবিগুলো যে কাউকে ইম্প্রেসিভ করবে কিন্তু এখানে জুম করলে অনেকটা বেশি নয় দেখতে পাওয়া যায় ডিটেলস মোটামুটি ভালই রয়েছে ।
রাতে তোলা ছবিতে শার্ট নেস ডিসেন্ট মানের, কনট্রাস্ট গুড ও মিডিয়ায় নয়েস দেখতে পাওয়া যায় । 8k 60FPS video support with 1080P তে 960FPS এ EIS সুবিধা ।
5G কানেক্টেটিভির, dual stereo spekar, nfc সাথে Type C পেলেও থাকছেনা 3.5mm Audio Port .Site Mounted Fingerprint এর সাপোর্ট ফোন আনলক হোওয়ার স্পিড ধুমধারাক্কা লেভেলের i mean রেন্স পনসিভ ।
বক্সে 33W এর চার্জার যা ফোনকে ৫০ মিনিটে ফুল চার্জ করে দিবে ও ৫০০০mAh এর অফুরন্ত ব্যাটারি সাপোর্ট | 20MP সেলফি ক্যামেরা সুপার এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য । ফোনটি লেটেস্ট MIUI 12 ও Android 10 এর রান করবে ।